ব্যক্তিগত ইমেল থেকে সরকারি কাজ, চাপে ইভাঙ্কা

হোয়াইট হাউসের কাজ করার জন্য গত বছর নিজের ব্যক্তিগত ই-মেল ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা। একটি নজরদারি সংস্থা প্রকাশ্যে এনেছে সেই সব ই-মেল। একটি মার্কিন দৈনিক সে খবর প্রকাশ করে বলেছে, হোয়াইট হাউস ইভাঙ্কার ই-মেল ব্যবহার নিয়ে একটি তদন্ত চালিয়েছিল। তাতেই ধরা পড়ে বিষয়টি। ফেডারেল আইনে যা অপরাধের শামিল। 

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০২:৩৯
Share:

ইভাঙ্কা

হোয়াইট হাউসের কাজ করার জন্য গত বছর নিজের ব্যক্তিগত ই-মেল ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা। একটি নজরদারি সংস্থা প্রকাশ্যে এনেছে সেই সব ই-মেল। একটি মার্কিন দৈনিক সে খবর প্রকাশ করে বলেছে, হোয়াইট হাউস ইভাঙ্কার ই-মেল ব্যবহার নিয়ে একটি তদন্ত চালিয়েছিল। তাতেই ধরা পড়ে বিষয়টি। ফেডারেল আইনে যা অপরাধের শামিল।

Advertisement

২০১৭–র বেশির ভাগ সময়ে ব্যক্তিগত ই-মেল ব্যবহার করেছেন প্রেসিডেন্ট-কন্যা। ঘটনাচক্রে, প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত ই- মেল সার্ভার থেকে সরকারি কাজ করা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে তুলকালাম করেছিলেন ট্রাম্প। তা নিয়ে তদন্তও হয়েছে। হিলারিকে ‘কুটিল’ বলে আক্রমণ করতে ছা়ড়েননি ট্রাম্প। এ বার নিজের কন্যার বিরুদ্ধে সেই অভিযোগ ওঠার পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইভাঙ্কা এ সব আইন সম্পর্কে ততটা ওয়াকিবহাল নন। সমালোচকরা তাঁর এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন।

ক্যাবিনেট সদস্য, হোয়াইট হাউসের অফিসার, সহযোগী— সবার সঙ্গেই ব্যক্তিগত ই-মেল থেকে যোগাযোগ রেখেছেন ইভাঙ্কা। হোয়াইট হাউস এ ব্যাপারে এখনও মুখ খোলেনি। কিন্তু গোটা ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই তুলনা চলছে হিলারি ক্লিন্টনের ঘটনার সঙ্গে। হিলারির বিরুদ্ধে ওই অভিযোগ ওঠায় প্রচারের সময়ে ট্রাম্প-সমর্থকরা তাঁকে ‘জেলে ভরা হোক’ বলেও স্লোগান দিয়েছিলেন। ইভাঙ্কার আইনজীবীরা হিলারির সঙ্গে এই তুলনাকে একেবারেই ভাল চোখে দেখছেন না। তাঁদের বক্তব্য, ‘‘ইভাঙ্কা তাঁর বাড়ি বা অফিসে কোনও ব্যক্তিগত সার্ভার তৈরি করেননি। কোনও গোপন তথ্যও কোথাও পাঠাননি।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন