সংঘর্ষ-বিরতিতে সায় ইজরায়েলের

হামাসের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনও আলোচনায় রাজি নন তিনি। রবিবার তেল আভিভে মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রককে এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত মিশরের প্রস্তাবিত ৭২ ঘণ্টার সংঘর্ষ বিরতিতে সায় দিল ইজরায়েল।

Advertisement

সংবাদ সংস্থা

গাজ়া শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৪ ০২:৩৭
Share:

ইজরায়েলি সেনা রেয়াত করেনি গাজার এই শিশুকেও। রবিবার শেষকৃত্যের আগে ছেলেকে আঁকড়ে বাবা। ছবি: এএফপি

হামাসের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনও আলোচনায় রাজি নন তিনি। রবিবার তেল আভিভে মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রককে এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত মিশরের প্রস্তাবিত ৭২ ঘণ্টার সংঘর্ষ বিরতিতে সায় দিল ইজরায়েল।

Advertisement

নেতানিয়াহু বলেন, “ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চলাকালীন কোনও আলোচনায় বসব না আমরা। যে ভাবেই হোক, দেশের নাগরিকদের জন্য আমাদের বর্তমান এই পরিস্থিতি পাল্টাতে হবে।” পড়শি দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে আজও দিন ভর রক্তস্নান অব্যাহত ছিল গাজায়। আজকের বিমান হামলায় ১০ জন প্যালেস্তাইনির মৃত্যু হয়। এক মাসের এই সংঘর্ষে হাজার দু’য়েক মানুষের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। এ দিকে, গাজা পরিস্থিতি নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ করে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী রিয়াদ আল-মালকি।

অন্য দিকে, মিশরের প্রস্তাবিত সংঘর্ষ-বিরতির প্রস্তাব আলোচনার জন্য কায়রো পৌঁছন প্যালেস্তাইন প্রশাসনের প্রতিনিধিরা। নেতানিয়াহুর নির্দেশ মতো প্রাথমিক ভাবে বৈঠক বয়কট করে ইজরায়েল। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে আজ কায়রোয় উপস্থিত প্যালেস্তাইনের প্রতিনিধি আজম আহমেদ বলেন, “ইজরায়েলিরা বৈঠকে না এলে কায়রো থেকে ফিরে সরকারের সঙ্গে কথা বলতে হবে আমাদের।” একই সুর আরও এক প্যালেস্তাইনি প্রতিনিধি ইজাত আল-রাশিকের গলায়ও। তিনি বলেন, “সাত দিন আগেই আমরা আমাদের শর্ত মিশর প্রশাসনকে জানিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কোনও জবাব পাইনি।” হামাসের মুখপাত্র সামি আবু জুহরি জানান, মিশরের নতুন প্রস্তাব নিয়ে ভাবন চিন্তা করছেন তাঁরা। হামাস বিরতি ভাঙলে ফের হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়ে শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় বিরতি প্রস্তাব মেনে নেয় ইজরায়েল।

Advertisement

গাজা-পরিস্থিতির স্থায়ী সমাধান চেয়ে মিশরের প্রস্তাব সমর্থন করেছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। তবে নতুন এই বিরতি কবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। অনবরত টুইট করে ‘ইজরায়েল ডিফেন্স ফোর্স’ (আইডিএফ) জানাচ্ছে হামাসের জঙ্গিদের কথা। হামাসের ওয়েবসাইটেও আপলোড করা হচ্ছে ছবি ও তথ্য। বাদ পড়েনি ইজরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট অভিযানের ভিডিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন