এয়ার ইন্ডিয়া পারেনি, করে দেখাল ‘জাল’

তারা উদীয়মান সূর্যের দেশ। মোদীর ভারত থেকে যে তারা আলাদা, তা আবার জানান দিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০২:৩২
Share:

—ফাইল চিত্র।

তারা উদীয়মান সূর্যের দেশ। মোদীর ভারত থেকে যে তারা আলাদা, তা আবার জানান দিল।

Advertisement

নভেম্বরেই দিল্লি থেকে লন্ডনের উড়ান ধরার আগে মদ্যপান পরীক্ষায় ডাহা ফেল করেন এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর-পাইলট ক্যাপ্টেন অরবিন্দ কাঠপালিয়া। তিন বছরের জন্য তাঁর পাইলট লাইসেন্স বাতিল হলেও, এয়ার ইন্ডিয়া তাঁকে ডিরেক্টর পদে রেখে দেয়। শুধু বোর্ডের সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সম্প্রতি জাপানের সরকারি উড়ানসংস্থা জাপান এয়ারলাইন্স (জাল)-এর এক চালকও বিমান চালানোর আগে মদ্যপান সংক্রান্ত পরীক্ষায় ফেল করেন। ওই অভিযোগে তাঁকে লন্ডনে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সে দিন যাত্রিবোঝাই বিমান নিয়ে লন্ডন থেকে টোকিয়ো আসার কথা ছিল ওই চালকের। শুধু লজ্জা প্রকাশ করে ক্ষান্ত হয়নি জাপানি বিমান সংস্থাটি, স্বআরোপিত শাস্তি হিসেবে চার মাস ২০ শতাংশ কম বেতন নেওয়ার কথাও ঘোষণা করেন জাল-এর প্রেসিডেন্ট ইউজি আকাসাকা। প্রেসিডেন্টকে দেখে সংস্থার আরও এক এগ্‌জিকিউটিভ তোশিনোরি শিন-ও ১০ শতাংশ কম বেতন নিতে শুরু করেছেন। জাল কর্তৃপক্ষ জানান, অবিলম্বে সমস্ত পাইলট ও বিমানসেবিকার প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন