Cockroach

এক বছর ধরে প্রেম একটি আরশোলার সঙ্গে, দাবি করলেন যুবক

সামনে এল অদ্ভুত এক প্রেম-কথা। না, কোনও মানুষ নয়; বরং একটি আরশোলা বা তেলাপোকাকে নিজের জীবনের ভালবাসা বলে স্বীকার করলেন জাপানের এক যুবক!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১
Share:

ছবি: ফেসবুক

সামনেই ভ্যালেন্টাইন’স ডে। নিজের মনের মানুষকে ভালবাসার কথা বলে ফেলার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সকলেই। তখনই সামনে এল অদ্ভুত এক প্রেম-কথা। না, কোনও মানুষ নয়; বরং একটি আরশোলা বা তেলাপোকাকে নিজের জীবনের ভালবাসা বলে স্বীকার করলেন জাপানের এক যুবক!

Advertisement

ইউটা শিনোহারা নামের জাপানের ২৫ বছরের সেই যুবক স্বীকার করেছেন যে, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সেই তেলাপোকাটির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। জাপানি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, যে কোন মানবীর থেকেও ওই তেলাপোকাটিকেই বেশি আকর্ষণীয় লাগত তাঁর। ভালবেসে সেটির নাম তিনি দিয়েছিলেন লিজা।

এই তেলাপোকাটির প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন ইউটা, যে এটিকে আফ্রিকা থেকে বিশেষ ভাবে নিয়ে এসেছিলেন তিনি। রীতিমত যৌন আকর্ষণ বোধ করতেন তিনি এই তেলাপোকাটির প্রতি, এমন বিস্ময়কর তথ্য জানিয়েছেন ইউটা। তবে এই সম্পর্ক এক বছরের বেশি টেঁকেনি। কারণ আচমকাই মারা যায় লিজা। লিজার মৃত্যুর পর তাকে নিজের জীবনের অংশ করে নেওয়ার জন্য সেটিকে খেয়েও নেন তিনি!

Advertisement

আরও পড়ুন: ব্রেক-আপের জ্বালা? এবার ভ্যালেন্টাইন’স ডে-তে আরশোলার নাম রাখুন প্রাক্তনের নামে

খাদ্যের ব্যাপারে ইউটা একজন এন্টোমোফ্যাজিস্ট; অর্থাৎ পোকামাকড় খেয়ে থাকেন যাঁরা। সোশ্যাল মিডিয়ায় লিজার সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁর বক্তব্যে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

আরও পড়ুন: এই প্রাণীটি ‘অমর’, বয়স এদের মৃত্যু ঘটাতে পারে না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন