International

সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে উঠো না, শরিফকে বললেন জন কেরি

পাকিস্তানের ভূখণ্ডটা যেন জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে না যায়। জঙ্গিরা যেন একেবারে স্বর্গরাজ্য ভেবে পাকিস্তানকে না ব্যবহার করে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সোমবার এই পরামর্শ দিলেন মার্কিন বিদেশসচিব জন কেরি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৩
Share:

জন কেরি ও নওয়াজ শরিফ। সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের বৈঠকে।

পাকিস্তানের ভূখণ্ডটা যেন জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে না যায়। জঙ্গিরা যেন একেবারে স্বর্গরাজ্য ভেবে পাকিস্তানকে না ব্যবহার করে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সোমবার এই পরামর্শ দিলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। কাশ্মীরের উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা-তাঁবুতে পাক সেনাবাহিনীর গোলাবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেরি এ দিন শরিফকে বলেন, জঙ্গিরা যাতে যাওয়া-আসার জন্য পাক ভূখণ্ডকে ব্যবহার না করতে পারে, তাঁর সরকার যেন সুনিশ্চিত করেন।

Advertisement

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭১তম অধিবেশনের ফাঁকেই এ দিন শরিফকে এক পাশে ডেকে নিয়ে উরি ঘটনার প্রেক্ষিতে তাঁর মতামত জানিয়ে দেন মার্কিন বিদেশসচিব। ওই সময় পাক প্রধানমন্ত্রীও কাশ্মীরে লাগাতার খুন, জখম আর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তোলেন মার্কিন বিদেশসচিবের কাছে। আর কাশ্মীর সমস্যা মেটাতে আমেরিকার সহায়তা চান।

পরে মার্কিন বিদেশ মন্ত্রকের উপ মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ‘‘জঙ্গিদের ব্যাপারে পাকিস্তানের মতিগতি কী, আগামী দিনে ইসলামাবাদ জঙ্গি দমনে কী কী ব্যবস্থা নেয়, আমেরিকা তা দেখে-বুঝে নিতে চাইছে। আমরা কিছু অগ্রগতি লক্ষ্য করেছি। আমরা আরও অগ্রগতি দেখতে চাইছি।’’

Advertisement

মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার বলেছেন, ‘‘জঙ্গি দমনে আমেরিকা যে পাকিস্তানের আন্তরিক ভূমিকা দেখতে চাইছে, তা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব।’’

আরও পড়ুন- বানচাল যুদ্ধবিরতি, ত্রাণ আটকে সিরিয়া সীমান্তে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন