International news

প্রেসিডেন্ট হয়েই ফের বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প, এ বার সরাসরি হুমকি

প্রেসিডেন্ট হয়েই সাংবাদিককের হুমকি দিতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার দু’দিনের মাথাতেই সাংবাদিকদের ‘সবচেয়ে অসৎ মানুষ’ বলে আক্রমণ করলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ১৫:৪২
Share:

ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হয়েই সাংবাদিককের হুমকি দিতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার দু’দিনের মাথাতেই সাংবাদিকদের ‘সবচেয়ে অসৎ মানুষ’ বলে আক্রমণ করলেন তিনি। তাঁর সঙ্গে কোনও রকম অসহযোগিতা করলে বা তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর সংবাদপত্রে ছাপা হলে, তার ফল যে মোটেই ভাল হবে না, সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি।

Advertisement

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানের পরের দিন সকালে ট্রাম্প নিউজ চ্যানেল দেখছিলেন। তখনই লক্ষ্য করেন, তাঁর শপথ অনুষ্ঠানকে ‘বাস্তবের চেয়ে অনেকটাই আলাদা ভাবে’ দেখানো হচ্ছে। ট্রাম্প জানান, ওই অনুষ্ঠানে ভিড় থিকথিক করছিল। মানুষ ঠিকমতো দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলেন না। অথচ, বেশ কিছু সংবাদমাধ্যম ঠিক উল্টো ছবিটাই দেখিয়েছে। টিভিতে দেখা গিয়েছে, প্রায় ফাঁকা মাঠে ভাষণ দিচ্ছেন তিনি। তবে কোনও নির্দিষ্ট সংবাদমাধ্যমের নাম করেননি তিনি।

ওয়াশিংটনে ওই শপথগ্রহণের দিন সরকারি হিসেবে, কম করে ৭ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। হোয়াইট হাউস থেকে ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত গড়ে তোলা ২০টি ব্লকেই তিল ধারণের জায়গা ছিল না।

Advertisement

ট্রাম্পের বক্তব্য, ‘‘সংবাদমাধ্যম পুরোটাই ভুল দেখিয়েছে।’’ সংবাদমাধ্যমের হিসেবে মাত্র আড়াই লক্ষ মানুষ ট্রাম্পের শপথগ্রহণের সাক্ষী ছিলেন।

এতেই বেজায় চটে যান নতুন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি সিয়েন স্পাইসার সাংবাদিক সম্মেলন ডেকে ফেলেন। সেখানেই সাংবাদিকদের ওই হুঁশিয়ারি দেন ট্রাম্প। বলেন, ‘‘সাংবাদিকদের সঙ্গে আমার যুদ্ধ চলছে। কারণ তাঁরাই দুনিয়ার সবচেয়ে অসৎ মানুষ। মিথ্যা খবর দেখানোর ফল ভাল হবে না।’’

আরও পড়ুন: জেনে নিন এই দুঃস্বপ্নগুলো কেন দেখেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন