Khalistan

সান ফ্রান্সিসকোয় আক্রান্ত ভারতীয় দূতাবাস! ভাঙচুর খলিস্তান সমর্থকদের

সোমবার দূতাবাসে খলিস্তানের হলুদ পতাকা সরিয়ে ফেলার পরই হামলা হয় বলে অভিযোগ। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিতিও দেখতে পাওয়া গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৭:৫৭
Share:

সমাজমাধ্য়মে এ ধরনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত।

পঞ্জাবের খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে মুক্তি দিতে হবে। এই দাবিতে আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠল খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। সোমবার ওই দূতাবাসে খলিস্তানের হলুদ পতাকা সরিয়ে ফেলার পরই ওই হামলা হয় বলে অভিযোগ। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিতিও দেখতে পাওয়া গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

অমৃতপালের মুক্তির দাবি তুললেও তাঁকে পাকড়াও করতে পারেনি পুলিশ। বরং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ‘ওয়ারিশ পঞ্জাব দে’-এর অমৃতপাল। সান ফ্রান্সিসকোয় দূতাবাসের হামলার একাধিক ভিডিয়ো সোমবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে তাতে দেখা গিয়েছে, খলিস্তানিদের হলুদ পতাকা আটকানো লাঠির অংশ দিয়ে দূতাবাসের মূল দরজার কাচ ভাঙছেন অনেকে। দূতাবাসের ভিতরেও ঢুকে পড়েন তাঁরা। এর পর সেখানেই ভাঙচুর চালান বলে অভিযোগ।

সংবাদমাধ্যমগুলির দাবি, সান ফ্রান্সিসকোর আগে লন্ডনের ভারতীয় দূতাবাসে প্রায় একই ধরনের হামলা চালিয়েছেন খলিস্তানপন্থীরা। লন্ডনের দূতাবাসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয় বলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ। সমাজমাধ্যমে সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে। হামলার পরেই ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করেছে বিদেশ মন্ত্রক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন