PM Narendra Modi Ahead of G7

জি৭ শীর্ষবৈঠকের আগে মোদীকে হুমকি খলিস্তানপন্থীদের! হুঁশিয়ারি কানাডার সাংবাদিককেও

খলিস্তানপন্থীরা প্রকাশ্যেই হুমকি দিয়েছে যে তারা আসন্ন জি৭ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অতর্কিতে আক্রমণ করবে। উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ জুন ৫১তম জি৭ সম্মেলন রয়েছে। এ বার সম্মেলনের আয়োজক দেশ কানাডা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ২০:০৬
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

কানাডায় আসন্ন জি৭ বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি খালিস্তানি চরমপন্থীদের! কানাডায় খলিস্তানিদের উপস্থিতি ও সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন সে দেশের সাংবাদিক মোচা বেজিরগান।

Advertisement

বেজিরগান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারতীয় নেতাদের লক্ষ্য করে হুমকি দেওয়ার খবরটি প্রকাশ্যে আনার মাত্র কয়েক ঘণ্টা পরেই ভ্যাঙ্কুভারে একটি সমাবেশ চলাকালীন খালিস্তানপন্থীরা তাঁর উপর চড়াও হয়। ওই সাংবাদিক ফোনে এএনআইকে বলেন, ‘‘এটা মাত্র দু’ঘণ্টা আগে ঘটেছে। ওই সময়ের কথা মনে পড়লে আমি এখনও কাঁপছি। ওরা গুন্ডার মতো আচরণ করেছিল। আমার উপর চড়াও হয়ে আমার ফোন কেড়ে নেওয়া হয়, যাতে আমি কোনও ছবি বা ভিডিয়ো রেকর্ড না করতে পারি।’’ বেজিরগান অতীতেও উত্তর আমেরিকা জুড়ে খলিস্তানিদের কার্যকলাপ সম্পর্কিত একাধিক খবর প্রকাশ্যে এনেছেন। এ বার সে কারণেই খলিস্তানপন্থীদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে।

সমাজমাধ্যম এক্সে একটি পোস্টে ওই সাংবাদিক লিখেছেন, ‘‘আমাকে খালিস্তানপন্থীদের একটি দল ঘিরে ফেলে। ওরা আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমাকে হুমকি দিতে শুরু করে। স্বাভাবিক ভাবেই আমি কিছুটা বিচলিত, তবে এত সহজে আমাকে দমানো যাবে না।’’ বেজিরগান আরও জানিয়েছেন, খলিস্তানপন্থীরা প্রকাশ্যেই হুমকি দিয়েছে যে তারা আসন্ন জি৭ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অতর্কিতে আক্রমণ করবে। উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ জুন ৫১তম জি৭ সম্মেলন রয়েছে। এ বার সম্মেলনের আয়োজক দেশ কানাডা।

Advertisement

রীতি অনুযায়ী, আয়োজক দেশ জি৭ জোটের বাইরে থাকা কিছু দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। কিন্তু এত দিন ভারতের কাছে কানাডার তরফে এমন কোনও আমন্ত্রণ না আসায় জল্পনা তৈরি হয়েছিল। শেষে সব জল্পনায় জল ঢেলে মোদীকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। দুই দেশের চাপানউতরের মাঝে প্রধানমন্ত্রী মোদীও জানান, তিনি বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement