Magic Mushroom

রক্তে জন্ম নিল ম্যাজিক মাশরুম, মৃত্যু মুখে যুবক

চিকিৎসকেরা জানান, ম্যাজিক মাশরুম দিয়ে চা বানিয়ে ইঞ্জেকশন নিয়েছিলেন এই যুবক। ক’দিন এই প্রয়োগের পরেই বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:০৪
Share:

ম্যাজিক মাশরুম।

ভেবেছিলেন বাইপোলার ডিসঅর্ডার সেরে যাবে। তাই ম্যাজিক মাশরুম (সাইক্যাডেলিক মাশরুম) দিয়ে চা বানিয়ে শরীরে প্রয়োগ করেছিলেন আমেরিকার যুবক। দিনের পর দিন ইঞ্জেকশন নিয়ে ফল হল উল্টো। রক্তে জন্ম ছিল ছত্রাক। তাতে প্রায় মৃত্যু মুখে পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষে সঠিক চিকিৎসায় প্রাণ ফেরে যুবকের।

Advertisement

চিকিৎসকেরা জানান, ম্যাজিক মাশরুম দিয়ে চা বানিয়ে ইঞ্জেকশন নিয়েছিলেন এই যুবক। ক’দিন এই প্রয়োগের পরেই বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে তাঁর। ধমনীতে জন্ম নিতে শুরু করে ছত্রাক। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ২২ দিন হাসপাতালে কাটিয়েছিলেন তিনি। তার মধ্যে সাতদিন তাঁকে থাকতে হয়েছিল আইসিইউ-তে।

হাসপাতাল থেকে ছাড়ার সময়ও তাঁকে চিকিৎসকরা দিয়েছেন দীর্ঘ সময়ের ওষুধ। তার মধ্যে রয়েছে অ্যান্টিবয়োটিক ও অ্যান্টি ফাংগাল ওষুধ। চিকিৎসরাও নিশ্চিত করে বলেছেন, বাইপোলার ডিসঅর্ডার সেরে যাবে ভাবে তিনি নিয়মিত ওষুধ বন্ধ করে এই ইঞ্জেকশন নিতে শুরু করেছিলেন এই যুবক। মাশরুমের চা বানিয়ে সেটি ছেঁকে নিয়ে সিরিঞ্জে ভরে শরীরে প্রয়োগ করতেন তিনি। তারপর একটা সময়ে তাঁর রক্ত বমি শুরু হয়, শুরু হয় ডায়রিয়া।

Advertisement

পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তিনি সামান্য কথাও বলতে পারছিলেন না। তারপর শুরু হয় চিকিৎসা।

আরও পড়ুন: ‘ম্যারেড অ্যাট ফার্স্ট সাইট’ , প্রথম দেখাতেই সোজা বিয়ের পিঁড়িতে এঁরা!

আরও পড়ুন: করোনা সংক্রমিত বাদুড় কামড়ে ছিল চিনের বিজ্ঞানীকে, প্রকাশ্যে তথ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন