ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ, ৯ বছরের জেল স্বামীর

স্ত্রী যখন ঘুমিয়ে থাকতেন তখন তাঁকে ধর্ষণ করতেন স্বামী। সেই ভিডিও তুলে রাখতেন ফোনে। সেই ভিডিও দেখেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১৫:২৮
Share:

প্রতীকী ছবি।

স্ত্রী যখন ঘুমিয়ে থাকতেন তখন তাঁকে ধর্ষণ করতেন স্বামী। সেই ভিডিও তুলে রাখতেন ফোনে। সেই ভিডিও দেখেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে মধ্য তিরিশের ওই যুবককে ৯ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিউ ক্যাসল ক্রাউন কোর্ট। দশ বছর বিবাহিত ওই দম্পতির দুই সন্তান রয়েছে।

Advertisement

আরও পড়ুন

স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক, আসলে কিন্তু বৈবাহিক ধর্ষণ

Advertisement

মন্ত্রী যাই বলুন, সম্মতিহীন যে কোনও যৌন সম্পর্কই আসলে ধর্ষণ

পুলিশের কাছে বিবৃতিতে স্ত্রী জানান, চলতি বছরের মার্চ মাসে স্বামী বাড়িতে ফোন ফেলে চলে গিয়েছিলেন। তখনই তাঁর ফোনে কিছু ভিডিও দেখে তাঁর স্ত্রী আবিষ্কার করেন, কী ভাবে স্বামী দিনের পর দিন তাঁর উপর যৌন নির্যাতন চালিয়েছেন। স্ত্রীর অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্বামীও।

আরও পড়ুন

‘মেয়েরা বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে আরও আরও মুখ খুলুন’

‘না’ বললে হবে?

নয় বছরের কারাদণ্ড ও সেক্স অফেন্ডার রেজিস্টারে স্বাক্ষর করার নির্দেশ দিয়ে বিচারপতি ঘোষণা করেন, ‘‘অভিযুক্ত ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭-র মার্চের মধ্যে ঘুমন্ত স্ত্রীর সঙ্গে যৌনসংসর্গ করেছেন। তাঁর স্ত্রী সেই সময় গভীর ঘুমে ছিলেন বলে অনুমতি দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। তাই এটা বৈবাহিক ধর্ষণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement