International News

জ্বলছে বাড়ি, ২৪ তলা থেকে ঝুলছেন বাসিন্দা, ভিডিও ভাইরাল

উপর তলায় আগুন লাগার পর নিজেকে বাঁচাতে ওই ব্যক্তি জানলার কাচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা করেন। বাইরে বেরিয়েও আরও বিপদের মুখে পড়লেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৩
Share:

দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি সৌজন্য ফেসবুক।

একটি বহুতলের ২৪ তলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। আর জানলা ধরে বাইরে ঝুলছেন এক ব্যক্তি!

Advertisement

এমনই একটি দৃশ্য ধরা পড়ল চিনের চোংকিং শহরে। ইহাহু নিউজ সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ১৩ ডিসেম্বরের।

উপর তলায় আগুন লাগার পর নিজেকে বাঁচাতে ওই ব্যক্তি জানলার কাচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা করেন। বাইরে বেরিয়েও আরও বিপদের মুখে পড়লেন তিনি। অগত্যা জানলা ধরে ঝুলে থাকতে হল বেশ কিছু ক্ষণ। হাত কোনও ভাবে ফস্কালেই সাক্ষাত্ মৃত্যু। এ দিকে, তাঁর উপর কাচ, দেওয়ালের পলেস্তরা খসে পড়ছিল, কিন্তু হাল ছাড়েননি। ওই অবস্থাতেই ঝুলে ছিলেন।

Advertisement

আরও পড়ুন: ভ্যাটিকানের দেওয়ালে ‘নতুন’ দু’টি রাফায়েল

ধোঁয়াশা! সতর্ক চিন

স্থানীয় লোকজন দমকলে খবর দেন। দমকল কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement