Lottery Win

লটারিতে ৮১ কোটির মালিক! টাকা খরচের জন্য বৌ খুঁজছেন যুবক

বিপুল পরিমাণ টাকা পেয়েও যুবক পুরোপুরি খুশি হতে পারছেন না। তিনি এমন এক জন জীবনসঙ্গী খুঁজছেন, যাঁর সঙ্গে এই টাকা খরচ করতে পারবেন। অবিলম্বে বিয়ে করতে চান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

বার্লিন শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৯:৫৫
Share:

বৌ খুঁজতে তাই মরিয়া হয়ে উঠেছেন লটারিতে কোটিপতি যুবক। প্রতীকী ছবি।

লটারিতে কোটি কোটি টাকা জিতেছেন যুবক। দামি দামি গাড়ি, ঘড়ি— নিজের পছন্দের সব কিনে ফেলেছেন। কিন্তু তাও থেকে গিয়েছে অতৃপ্তি। এখনও যে বিয়েই হয়নি! বৌ খুঁজতে তাই মরিয়া হয়ে উঠেছেন হঠাৎ কোটিপতি হয়ে বসা ওই যুবক। বিয়ের জন্য শুরু করেছেন তোড়জোড়।

Advertisement

জার্মানির ডর্টমুণ্ডের বাসিন্দা কুরসত ইলদিরিম। সেপ্টেম্বর মাসে তিনি লটারি জিতেছেন। লটারির পুরস্কারমূল্য ভারতীয় মুদ্রার হিসাবে প্রায় ৮১ কোটি টাকা। বিপুল পরিমাণ এই টাকা পেয়েও কুরসত পুরোপুরি খুশি হতে পারছেন না। তিনি এমন এক জন জীবনসঙ্গী খুঁজছেন, যাঁর সঙ্গে এই টাকা খরচ করতে পারবেন।

জার্মানির এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ৪১ বছরের কুরসত। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর এ বার এক জন জীবনসঙ্গী চাই। কেমন মেয়েকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ, তা-ও জানিয়েছেন যুবক। তিনি জানিয়েছেন, মেয়েটিকে দেখতে যেমনই হোক, বিশ্বস্ত হতে হবে। কারণ তিনি এখন অনেক টাকার মালিক। নিজের স্ত্রীকে তিনি চোখ বুজে ভরসা করতে চান। নিজের একটি ই-মেল আইডি তৈরি করেছেন কুরসত। তাঁকে বিয়ে করতে আগ্রহী মেয়েদের সেই ই-মেলের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

Advertisement

একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ওই যুবক। লটারি জিতেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। রাতারাতি কিনে ফেলেছেন পোর্শে, ফেরারির মতো দামি গাড়ি। বিলাসবহুল একটি হাতঘড়িও কিনেছেন। কিন্তু এখনও জীবনসঙ্গী খুঁজে পাননি তিনি।

যুবক এ-ও জানিয়েছেন, লটারি জেতার পর আচমকা পরিচিতরা তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। তাঁর কাছ থেকে টাকা চাইছেন। অনেকেই তাঁর এই ভাগ্যকে ভাল চোখে দেখছেন না। বিয়ে করে তাঁদেরকেই বার্তা দিতে চান কুরসত। একই সঙ্গে কোটি টাকার মালিক হয়েও তাঁর পা যে মাটিতেই রয়েছে, সে কথাও জানাতে ভোলেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন