হামলার ছক ছিল ভাইয়েরও

এক সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত ছিল আপাত শান্ত ছেলেটি। সেই সলমন আবেদি-ই যে কাল ম্যাঞ্চেস্টার এরিনায় বিস্ফোরণ ঘটিয়েছে, কিছুতেই মানতে পারছেন তার বাবা। হামলার পাঁচ দিন আগেই তাঁর সঙ্গে কথা হয়েছিল সলমনের।

Advertisement

শ্রাবণী বসু

লন্ডন শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ১১:২০
Share:

ফাইল চিত্র।

এক সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত ছিল আপাত শান্ত ছেলেটি। সেই সলমন আবেদি-ই যে কাল ম্যাঞ্চেস্টার এরিনায় বিস্ফোরণ ঘটিয়েছে, কিছুতেই মানতে পারছেন তার বাবা। হামলার পাঁচ দিন আগেই তাঁর সঙ্গে কথা হয়েছিল সলমনের।

Advertisement

লিবিয়ার জঙ্গি দমন শাখার গোয়েন্দারা আজ ত্রিপোলিতে সলমনের ছোট ভাই হাসেমকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, জেরায় হাসেম জানিয়েছে, সলমনের হামলার সব ছকই সে জানত। শুধু তা-ই নয়, সে নিজেও একটি বড়সড় হামলার ছক কষছিল বলে জেরায় স্বীকার করে নিয়েছে হাসেম। ত্রিপোলি থেকেই আটক করা হয়েছে সলমন-হাসেমের বাবা, ৫১ বছর বয়সি রমদান আবেদিকে। তাঁর অবশ্য দাবি, ছেলের জঙ্গি যোগ-সাজশ সম্বন্ধে তিনি কিছুই জানতেন না।

সলমন জানিয়েছেন, উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার একনায়ক মুয়াম্মার গদ্দাফির বিরোধিতা করে ২৫ বছর আগে সে দেশ ছেড়েছিলেন তাঁরা। এক বছর সৌদি আরবে ছিলেন তাঁরা। তার পরে ব্রিটেনে রাজনৈতিক শরণার্থী হিসেবে প্রবেশ করেন। গদ্দাফি জমানা শেষ হওয়ার পরে তাঁরা ফের লিবিয়ায় আসা-যাওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন ছয় সন্তানের বাবা রমদান।

Advertisement

আল কায়দা বা আইএসের মতো কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাঁর ছেলেদের যোগাযোগের বিষয়ে কিছু জানতে না বলে পুলিশের কাছে বারবার দাবি করেছেন রমদান। তবে ব্রিটিশ ও লিবিয়ার গোয়েন্দারা সেই দাবি আদপেই মানছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন