গাজা বিতর্কে এ বার জড়াল মেসির নাম

ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে এমনিতেই বিরতি দূর অস্ৎ। বিষয়টি নিয়ে এ বার বিতর্কে জড়িয়ে গেল আর্জেন্তিনা ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির নাম। বিতর্কে উস্কানি দেওয়ার অভিযোগ ইজরায়েল শিবিরের দিকেই। গত কাল হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রে মারা গিয়েছে ইজরায়েলের বছর চারেকের একটি বাচ্চা।

Advertisement

সংবাদ সংস্থা

জেরুজালেম শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৪ ০১:৫৭
Share:

ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে এমনিতেই বিরতি দূর অস্ৎ। বিষয়টি নিয়ে এ বার বিতর্কে জড়িয়ে গেল আর্জেন্তিনা ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির নাম। বিতর্কে উস্কানি দেওয়ার অভিযোগ ইজরায়েল শিবিরের দিকেই। গত কাল হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রে মারা গিয়েছে ইজরায়েলের বছর চারেকের একটি বাচ্চা। সপ্তাহ দু’য়েক আগে মেসি ফেসবুক পেজে আহত এক প্যালেস্তাইনি কিশোরকে পাশে নিয়ে ছবি পোস্ট করেছিলেন। গাজার পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশও করেছিলেন। ইজরায়েলের দাবি, মেসি এ বার দুঃখ প্রকাশ করুন নিহত ইজরায়েলি কিশোর ড্যানিয়েল ট্রেগারম্যানের মৃত্যুতেও।

Advertisement

মেসি এর আগে তাঁর পেজে লিখেছিলেন, “ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের যে সমস্ত ছবি দিনের পর দিন দেখছি, তাতে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডার এবং এক জন বাবা হিসেবে খারাপ লাগছে।”

ট্রেগারম্যানের মৃত্যুতেও সহানুভূতির বার্তা দিক মেসি, দাবি উঠেছে মূলত ইজরায়েলি নাগরিকদের তরফেই। আর্জেন্তিনার পাশাপাশি মেসি এফ সি বার্সেলোনার হয়েও খেলেন। যার মূল স্পনসর কাতার এয়ারওয়েজ। এই বিমান সংস্থাই আবার গাজায় নিয়মিত বড় অঙ্কের অনুদান পাঠায়। সেই দিক থেকেও কটাক্ষ এসেছে মেসিকে লক্ষ্য করে। পোস্ট করা হয়েছে মেসির জার্সি পরা নিহত ইজরায়েলি কিশোর ট্রেগারম্যানের ছবিও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন