MOderna

তাদের তৈরি টিকার প্রতি ডোজের দাম ২৫-৩৭ ডলার, জানিয়ে দিল মডার্না

ভারতীয় মুদ্রায় যার দাম ১ হাজার ৮৫৪ টাকা থেকে ২ হাজার ৭৪৪ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৭:১৩
Share:

প্রতীকী ছবি।

টিকার দাম স্থির করে ফেলল মডার্না। জার্মানির সাপ্তাহিক পত্রিকা ওয়েল্ট অ্যাম সনট্যাগ (ওয়ামস)-এ সংস্থাক সিইও স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, টিকার একটি ডোজের দাম হবে ২৫-৩৭ ডলারের মধ্যে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম ১ হাজার ৮৫৪ টাকা থেকে ২ হাজার ৭৪৪ টাকা।

মডার্না আরও জানিয়েছে, যে সব দেশ এই টিকার বরাত দেবে তাদের কাছ থেকে এই দাম নেওয়া হবে। পাশাপাশি তারা এটাও জানিয়েছে, কোন দেশ কত সংখ্যক টিকার বরাত দিচ্ছে তার উপরও দাম ধার্য করা হতে পারে। টিকার দাম প্রসঙ্গে ব্যানসেল বলেন, “জ্বরের জন্য টিকার যে দাম ধার্য করা হয়, সে রকমই ১০-৫০ ডলারের মধ্যে করোনা টিকার দাম রাখার চেষ্টা করেছি আমরা।”

দিন কয়েক আগেই মডার্না দাবি করেছিল তাদের তৈরি টিকা ৯৫ শতাংশ কার্যকরী এবং যথেষ্ট নিরাপদ। আমেরিকায় ইতিমধ্যেই এই টিকার আপৎকালীন ব্যবহারের আর্জি জানিয়ে সেখানকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-কে চিঠি দিয়েছে মডার্না। খুব শীঘ্রই সাধারণ মানুষের কাছে এই টিকা পৌঁছে দিতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন ব্যানসেল।

Advertisement

গত সোমবারই ইউরোপীয় ইউনিয়নের কর্তারা মডার্না-র সঙ্গে টিকার দাম নিয়ে আলোচনায় বসেন। ওই বৈঠকে ইউরোপীয়ান কমিশন মডার্না-কে জানায়, টিকার প্রতিটি ডোজের দাম যেন ২৫ ডলারের নীচে রাখা হয়। এ প্রসঙ্গে মডার্না বলেছে, “এখনও পর্যন্ত এ বিষয়ে ইউোপীয়ান কমিশনের সঙ্গে কোনও চুক্তি হয়নি। আমরা গঠনমূলক আলোচনা চালাচ্ছি। আমরা ইউরোপেও এই টিকা সরবরাহ করব। চুক্তি সারা হলেই দ্রুত টিকা সরবরাহ করা হবে। শুধু সময়ের অপেক্ষা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন