International news

ফুল-ফুল ছাপ জামা, জাকার্তায় ফ্যাশনিস্তা মোদী!

২০১৫ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন দিল্লিতে এসেছিলেন, সেই সময়ও মোদীর ‘স্যুট’ উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ‘স্যুট’-এ মোদীর নিজের নাম লেখা ছিল উজ্জ্বল সুতো দিয়ে। এবার ইন্দোনেশিয়া সফরে গিয়েও মোদীর পোশাক যেন প্রচারের আলো শুষে নিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ১৬:২৪
Share:

গায়ে ‘ফুল-ফুল’ ছাপ সিল্কের বাহারি হাওয়াই শার্ট, সঙ্গে ফর্মাল প্যান্ট। মোদী যেন হয়ে উঠলেন ফ্যাশন আইকন। ছবি: পিটিআই।

একেই বোধহয় বলে যস্মিন দেশে যদাচার। দেশের মাটিতে তিনি চোস্ত আর পাঞ্জাবিতে। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু দেখা গেল একেবারে অন্য ‘লুক’-এ। গায়ে ‘ফুল-ফুল’ ছাপ সিল্কের বাহারি হাওয়াই শার্ট, সঙ্গে ফর্মাল প্যান্ট। মোদী যেন হয়ে উঠলেন ফ্যাশন আইকন।

Advertisement

ঝকঝকে ত্বক, নিভাঁজ পোশাকই বলে দেয়, নিজেকে নিয়ে মোদী যথেষ্ট সচেতন। ২০১৫ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন দিল্লিতে এসেছিলেন, সেই সময়ও মোদীর ‘স্যুট’ উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ‘স্যুট’-এ মোদীর নিজের নাম লেখা ছিল উজ্জ্বল সুতো দিয়ে। এবার ইন্দোনেশিয়া সফরে গিয়েও মোদীর পোশাক যেন প্রচারের আলো শুষে নিয়েছে।

গত ২৯ মে থেকে শুরু হয়েছে মোদীর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফর। ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয়দের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ভারত বদলে যাচ্ছে। একবিংশ শতকের আশা-প্রত্যাশা নিয়ে চলার জন্য ভারতবর্ষকে নতুন চেহারা দেওয়া হচ্ছে।’’ প্রধানমন্ত্রী যখন এ কথা বলছেন, সেই সময় তাঁর পোশাকেও নতুনত্ব।

Advertisement

জাকার্তায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

আরও পড়ুন: জাকার্তায় মোদীর মৈত্রী বার্তা, কাই পো চে

আরও পড়ুন: ‘দেশদ্রোহী’! প্রাক্তন ‘র’ প্রধানের সঙ্গে বই লিখে রোষে অবসরপ্রাপ্ত আইএসআই চিফ

ইন্দোনেশিয়ায় গিয়ে সেই দেশের বাটিক কাজের শার্ট পরেননি, এমন লোকের নাকি দেখাই মেলে না। সেই তালিকায় এবার জুড়েগেল মোদীর নাম। জাকার্তার অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশেতিনি বলেন, ‘‘আগামী বছর ইলাহাবাদে কুম্ভমেলা। সেই সময় ভারতে আসার জন্য প্রত্যেকের আমন্ত্রণ রইল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement