Mothers Day

Mother's Day 2022: যে মায়ের হাত নেই, পা দিয়েই পালন করেন সন্তান, মন জয় করে নেবে ভিডিয়ো

বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি পা দিয়ে ছোট্ট সন্তানের জামা খুলিয়ে দিচ্ছেন। তার পর অন্য একটি জামা পরিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত, জন্ম থেকেই তালবির হাত নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ২০:৪১
Share:

ভিডিয়ো থেকে নেওয়া।

সন্তান মানুষ করতে কী-ই না করেন মা। নিজের জীবন দিতেও ভাবেন না একবারও। এমনই এক লড়াকু মায়ের ভিডিয়ো ভাইরাল হল আন্তর্জাতিক মাতৃ দিবসে। সেখানে দেখা যাচ্ছে, জন্মগত ভাবে হাত নেই, এমন এক মায়ের ছবি। যিনি পা দিয়েই জামা পরাচ্ছেন সন্তানকে। মায়ের চেয়ে ব়ড় যোদ্ধা আর কই!

Advertisement

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি পা দিয়ে ছোট্ট সন্তানকে জামা খুলিয়ে দিচ্ছেন। তার পর অন্য একটি জামা আবার একই ভাবে পরিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত, জন্ম থেকেই তালবির হাত নেই।

এই ভিডিয়োটি তালবি দিয়েছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। মাতৃ দিবসে সেই ভিডিয়োরই একটি সংক্ষিপ্ত রূপ ছড়িয়ে পড়েছে দিকে দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement