(বাঁ দিকে) শেখ হাসিনা এবং মুহাম্মদ ইউনূস (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যোগ দেবে কি না, তা তারাই ঠিক করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, “তারা (আওয়ামী লীগ) (নির্বাচনে অংশগ্রহণ) করতে চায় কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না।” একই সঙ্গে ইউনূস জানান, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তাঁর কথায়, “নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে।”
গত অগস্টে হাসিনা সরকারের পতনের পর তাঁকে অন্তবর্তী সরকারের দায়িত্ব নিতে বলায় তিনি ‘বিস্মিত’ হয়েছিলেন বলে জানান ইউনূস। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার ধারণা ছিল না যে, সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনও সরকার চালাইনি। অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলি করতে হবে।” প্রসঙ্গত, চলতি বছরের শেষেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন ইউনূস। গত কয়েক মাস ধরে শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে নির্বাচনের আয়োজন নিয়ে আওয়ামী লীগ-বিরোধী দলগুলির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ অন্তর্বর্তী সরকারের উপর চাপ বৃদ্ধি করছে। অন্য দিকে, জামায়াতে নেতৃত্ব চাইছেন এ ক্ষেত্রে ইউনূসকে ‘প্রয়োজনীয় সময়’ দিতে।
বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর সরকারের অগ্রাধিকারের বিষয়গুলি জানিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, “ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল, তখন আমরা কাজগুলি সংগঠিত করতে শুরু করি। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল।” দেশের টালমাটাল পরিস্থিতির তুলনা টানতে ইউনূস বলেন, “এটা এমন, যেন ১৬ বছরের এক ঘূর্ণিঝড়ে সব উড়ে গিয়েছিল। আমরা এখন ভাঙা টুকরোগুলি জড়ো করছি।”
প্রসঙ্গত, ক্ষমতার পালাবদলের পর হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। যদিও নিষিদ্ধ করা হয়েছে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে। গত ডিসেম্বরে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে হাসিনার দলের ‘ভবিষ্যৎ’ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা আদালত যদি নিষিদ্ধ ঘোষণা না-করে, তবে বাংলাদেশের জাতীয় সংসদের ভোটে আওয়ামী লীগের অংশ নিতে কোনও বাধা নেই।