International News

নিউ ইয়র্কে মুসলিম দম্পতিকে হেনস্থার হাত থেকে বাঁচালেন তরুণী, ভিডিও ভাইরাল

নিউ ইয়র্কে এক মুসলিম দম্পতিকে হেনস্থার হাত থেকে বাঁচালেন এক লাতিন আমেরিকান তরুণী। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত সপ্তাহেই ভিডিওটি পোস্ট করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৯:০৪
Share:

ছবি: ফেসবুকে পোস্ট করা ভিডিও থেকে।

নিউ ইয়র্কে এক মুসলিম দম্পতিকে হেনস্থার হাত থেকে বাঁচালেন এক লাতিন আমেরিকান তরুণী। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত সপ্তাহেই ভিডিওটি পোস্ট করা হয়।

Advertisement

ঘটনাটা ঠিক কী?

এক মুসলিম দম্পতি নিউইয়র্ক সিটি সাবওয়ে ট্রেনে সফর করছিলেন। এক মধ্যবয়স্ক মহিলা তাঁদের দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন। তিরিক্কি মেজাজে ওই দম্পতির কাছে জানতে চান,কেন তাঁরা এ দেশে এসেছেন? তাঁদের মতো মানুষেরাই যত সমস্যার কারণ ইত্যাদি বলে হেনস্থা করতে থাকেন। মাঝে এক যাত্রী মহিলাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

Advertisement

আরও পড়ুন: ফ্রান্সের স্কুলে গুলি, অফিসে বিস্ফোরণ

যখন দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি চলছে, সে সময় এক তরুণী এগিয়ে আসেন মুসলিম দম্পতির সমর্থনে। তিনি মহিলাকে ইংরাজি ও স্প্যানিশ ভাষায় বোঝানোর চেষ্টা করেন যে, এ ভাবে কাউকে অপমান করার অধিকার তাঁর নেই। কিন্তু কে কার কথা শোনে! তখন তরুণী বেশ ধমকের সুরে মহিলার কাছে জানতে চান, তিনি কোথাকার বাসিন্দা। মহিলা জবাবে জানান,পুর্তো রিকো। ট্রেসি টং নামের ওই তরুণী বলেন, সরকার যা করছে সেটা আপনি পছন্দ করুন বা না-ই করুন সেটা আপনার ব্যাপার। কিন্তু ভুলে যাবেন না এখানে সবাই মিলেমিশেই থাকে।

পরে ওই তরুণী জানান, আমেরিকায় যা ঘটছে সত্যিই ভাবা যায় না।

সম্প্রতি আমেরিকান মুসলিমদের উপর বেশ কয়েক বার হামলার ঘটনা ঘটেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি মুসলিম দেশের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। ট্রেসি টং মনে করেন, দেশের রাজনৈতিক আবহ যা-ই হোক না কেন, এ ভাবে কোনও মানুষকে হেনস্থা করার অধিকার কারও নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement