মোদীকে জেতাতে ফোন বিদেশ থেকেও

লোকসভা ভোটের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। দেশের মাটিতে তো বটেই, নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে প্রচার চলছে বিদেশের মাটি থেকেও। সকাল থেকে রাত— ভারতে পরিচিতদের ফোন করতে ব্যস্ত বিদেশে বসে থাকা মোদীর ‘বন্ধু’রা।

Advertisement

সংবাদ সংস্থা

মেরিল্যান্ড শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ০২:১৭
Share:

ভারতে পরিচিতদের ফোন করতে ব্যস্ত বিদেশে বসে থাকা মোদীর ‘বন্ধু’রা।

লোকসভা ভোটের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। দেশের মাটিতে তো বটেই, নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে প্রচার চলছে বিদেশের মাটি থেকেও। সকাল থেকে রাত— ভারতে পরিচিতদের ফোন করতে ব্যস্ত বিদেশে বসে থাকা মোদীর ‘বন্ধু’রা।

Advertisement

যেমন তথ্যপ্রযুক্তি কর্মী মধু বেল্লাম। দু’দশক আগে হায়দরাবাদ ছেড়ে পা রেখেছিলেন আমেরিকায়। এই মুহূর্তে এই দেশেরই নাগরিক। ৪৭ বছর বয়সি বেল্লামের হাতে এখন ১৫০০ জন ভারতীয় ভোটারের তালিকা। সেখানে রয়েছেন তাঁর বন্ধু পরিচিতদের অনেকেই। আমেরিকা থেকে ফোন করে নিজের বন্ধুদের বেল্লাম বোঝাচ্ছেন, মোদীকে দ্বিতীয়বারের জন্যও চাই। কারণ, তাঁর হাতেই ভারত দুনিয়ায় একটি শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে পারে।

আমেরিকায় ‘ওভারসীজ ফ্রেন্ডস অব বিজেপি’-র সদস্য সংখ্যা প্রায় চার হাজার। সংগঠনের সভাপতি কৃষ্ণা রেড্ডির অবশ্য দাবি, তাঁদের সমর্থকের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি। এঁরা ভোট দিতে ভারতে যেতে পারেন না। তাই বিজেপির হয়ে প্রচারে ব্যস্ত টেলিফোন ও সোশ্যাল মিডিয়ায়। আমেরিকা থেকেই পরের বছর ভারতে পাঁচ লক্ষ টেলিফোন কল করার পরিকল্পনা নিয়েছেন সংগঠনের সদস্যরা। বিজেপির বিদেশ সেলের দায়িত্বে থাকা এক নেতা জানাচ্ছেন, মোদীর হয়ে প্রচারে নেমেছেন অন্তত ২০টি দেশে ছড়িয়ে থাকা ভারতীয়েরা। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এমনকি আফ্রিকার কয়েকটি দেশ থেকেও।

Advertisement

এত কিছুর পরে ভারতীয় ভোটারদের উপর প্রভাব ফেলতে পারবেন তো বিদেশে বসে থাকা বিজেপির এই ‘বন্ধু’রা? বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এই ধরনের টেলিফোনে ভোটাররা বিশেষ প্রভাবিত হন না। তাঁরা ভোট দেন নিজের মতো করেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন