প্রথম দিনে তির পাক সন্ত্রাসকে

এক কথায়, এসসিও-তে যোগ দেওয়ার প্রথম দিনেই ভারতের সন্ত্রাসবাদ-বিরোধী অবস্থানকে উঁচু পর্দায় বেঁধে দিলেন মোদী। এই মঞ্চে পাকিস্তানও থাকছে বলে আগে থেকেই হোমওয়ার্ক সেরে এসেছিল ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ০৩:০৫
Share:

নওয়াজ শরিফ। ছবি: এএফপি।

আস্তানা অপেরা লাউঞ্জে দাঁড়িয়ে কালই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। খোঁজ নিয়েছিলেন শরিফের স্বাস্থ্য ও তাঁর পরিবারের। আর আজ এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হওয়ার প্রথম দিনেই নাম না-করে পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

মঞ্চে বসা নওয়াজের সামনেই বললেন, ‘‘সন্ত্রাসবাদ মানবাধিকার এবং মানুষের মূল্যবোধের উপরে বড় এক আঘাত। জঙ্গি তৈরি করা এবং সংগঠনগুলিকে আর্থিক মদত দেওয়া, প্রশিক্ষিত করা, মৌলবাদে দীক্ষিত করার মতো বিষয়গুলিকে রুখতে সম্মিলিত ভাবে চেষ্টা চালালে তবেই ফল পাওয়া যাবে। তাঁর কথায়, ‘‘সন্ত্রাসবাদ রোধে এসসিও নতুন ভাবে প্রয়াস শুরু করবে এ ব্যাপারে আমাদের সম্পুর্ণ আস্থা রয়েছে।’’

এক কথায়, এসসিও-তে যোগ দেওয়ার প্রথম দিনেই ভারতের সন্ত্রাসবাদ-বিরোধী অবস্থানকে উঁচু পর্দায় বেঁধে দিলেন মোদী। এই মঞ্চে পাকিস্তানও থাকছে বলে আগে থেকেই হোমওয়ার্ক সেরে এসেছিল ভারত।

Advertisement

আস্তানায় এ দিন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানির সঙ্গেও আজ বৈঠক করেন মোদী। সন্ত্রাসে বিদ্ধ আফগানিস্তান সে দেশে জঙ্গি হানার পিছনে পাকিস্তানকে দায়ী করছে। কাবুলে ট্রাক-বোমা বিস্ফোরণ ও ভারতীয় রাষ্ট্রদূতের বাসভবনে জঙ্গি হানার বিষয়ে কথা বলেন মোদী ও ঘানি। মোদী জানিয়ে দেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ও সে দেশের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় নয়াদিল্লি সব সময়েই পাশে রয়েছে। বৈঠকে দু’জনেই আশাপ্রকাশ করেন, এসসিও-তে ভারত অন্তর্ভুক্ত হওয়ায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই আরও জোরদার হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement