রাষ্ট্রপুঞ্জের বৈঠকে পরস্পরকে দেখে কেবল হাত নাড়লেন?

রাষ্ট্রপুঞ্জের বৈঠকে মুখোমুখি দেখা হলে তাঁরা হাত মেলাবেন কি না, তা নিয়ে তুমুল জল্পনা ছিলই। সে সব নস্যাৎ করে সোমবার কেবল পরস্পরকে দেখে হাত নাড়লেন নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরিফ। সিসিটিভি ক্যামেরায় তার ফুটেজ ধরা থাকলেও ভারতীয় বিদেশ মন্ত্রকের দাবি, এমন কিছু ঘটেনি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:২০
Share:

ছবি: গেটি ইমেজেস।

রাষ্ট্রপুঞ্জের বৈঠকে মুখোমুখি দেখা হলে তাঁরা হাত মেলাবেন কি না, তা নিয়ে তুমুল জল্পনা ছিলই। সে সব নস্যাৎ করে সোমবার কেবল পরস্পরকে দেখে হাত নাড়লেন নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরিফ। সিসিটিভি ক্যামেরায় তার ফুটেজ ধরা থাকলেও ভারতীয় বিদেশ মন্ত্রকের দাবি, এমন কিছু ঘটেনি!

Advertisement

বৈঠকে প্রধানমন্ত্রী এবং নওয়াজ শরিফ একটা অশ্বক্ষুরাকৃতি টেবিলে পরস্পরের উল্টো দিকে বসেছিলেন। ঘরে প্রথমে ঢুকেছিলেন মোদী, তার একটু পরেই আসেন নওয়াজ। তিনিই প্রথম মোদীকে দেখে হাত নাড়েন। মোদীও প্রত্যুত্তরে হাত নাড়েন শরিফকে দেখে। একটু পরে আবার মোদীকে সৌজন্যের হাসি নিয়ে শরিফের দিকে হাত নাড়তে দেখা যায়।

এ বারের বিদেশ সফরে একই হোটেলে উঠলেও নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরিফের এক বারও দেখা হয়নি। তবে, দেখা হওয়ার সম্ভাবনার সূত্র ধরে জল্পনা চলছিল, দুই দেশের প্রধানমন্ত্রী এ যাত্রা নিজেদের মধ্যে কথা বলে ভারত-পাকিস্তানের মধ্যে চলতে থাকা মনোমালিন্য মিটিয়ে নেবেন কি না! বিদেশ মন্ত্রক অবশ্য আগেভাগেই জানিয়ে দেয়, সে সবের কোনও সম্ভাবনা নেই। পাকিস্তানের তরফেও জানানো হয়, তাঁরা ‘সালাম দোয়া’-র বেশি এ বারের বৈঠকে অন্য কিছু প্রত্যাশা করছেন না ভারতের তরফে।

Advertisement

পাকিস্তান অবশ্য সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর সঙ্গে বারাক ওবামা, ডেভিড ক্যামেরন এবং ফাঁসোয়া ওঁলাদের কথোপকথনে সবাইকে বিস্মিত করেই হাজিরা দিয়েছে। এ কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। তিনি বলেন, “বৈঠকে পাকিস্তানকে নিয়ে সরাসরি কথা হয়েছে। আমাদের বক্তব্য একটাই, সন্ত্রাস দমন করতে গেলে সব দেশকেই সমান ভূমিকা পালন করতে হবে!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন