Nepal Situation

পিছনে পোড়া ভবন, সামনে সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু হল নেপালের সুপ্রিম কোর্টে, ছাই হয়ে গিয়েছে ৬২ হাজার নথি!

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দিন তিনেক আগেই অশান্ত নেপালের হাল ধরেছেন সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী। নেপালের বিচারব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার ডাক দিয়েছেন তিনিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৪
Share:

(উপরে) নেপালের সুপ্রিম কোর্টের পোড়া ভবন। তাঁবু খাটিয়ে চলছে আদালতের কাজ (নীচে)। ছবি: পিটিআই।

ছাত্র-যুব বিক্ষোভের আগুন কেবল নেপালের নেতা-মন্ত্রীদের বাড়িই ভস্মীভূত করে দেয়নি, পুড়েছে সে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ভবনটিও। এই অবস্থায় সোমবার সকালে সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু হল সেখানে। সাদা তাঁবুর উপরে লেখা রয়েছে ‘সুপ্রিম কোর্ট নেপাল’।

Advertisement

নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত সুপ্রিম কোর্টে হামলার নিন্দা করেন। একই সঙ্গে তিনি জানান, নেপালের বিচারব্যবস্থা তার ধারাবাহিকতা বজায় রাখবে। প্রধান বিচারপতি বলেন, “যে কোনও পরিস্থিতিতেই আমরা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ হবে না।” নেপালের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পূর্ণমান শাক্য বলেন, সর্বোচ্চ আদালতের মূল ভবনে আগুন লাগানোর জেরে প্রায় ৬২ হাজার মামলার নথি নষ্ট হয়ে গিয়েছে। নেপালের বিচারব্যবস্থার বহু অমূল্য নথি আর কখনওই পুনরুদ্ধার করা যাবে না বলে দুঃখপ্রকাশ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দিন তিনেক আগেই অশান্ত নেপালের হাল ধরেছেন সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী। নেপালের বিচারব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার ডাক দিয়েছেন তিনিও। সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে দেখা যায় বহু পোড়া বাইক, গাড়ি পড়ে রয়েছে। তার সামনেই তাঁবু খাটিয়ে শুরু হয় কাজ। নেপালের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেদারপ্রসাদ কৈরালা জানান, অস্থায়ী ঠিকানায় জরুরি মামলাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে শোনা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement