‘নীমো’কে নিল না লন্ডন ক্যাব

গায়ে ন’লাখি জ্যাকেট। কিন্তু লন্ডনের রাস্তায় ক্যাব ধরতে হিমশিম নীরব মোদী (নীমো বলে পরিচিত)। তা নিয়ে টুইটারে ব্যঙ্গের ঝড়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০২:৫৮
Share:

গায়ে ন’লাখি জ্যাকেট। কিন্তু লন্ডনের রাস্তায় ক্যাব ধরতে হিমশিম নীরব মোদী (নীমো বলে পরিচিত)। তা নিয়ে টুইটারে ব্যঙ্গের ঝড়। এক সাংবাদিক টুইট করেছেন, ‘আহা রে! ন’লাখি জ্যাকেট দেখেও লন্ডনের ক্যাবির মন গলল না। তিনটির মধ্যে দু’টি ক্যাবই ওকে নিল না।’’

Advertisement

আর এক জন লিখেছেন, ‘‘নীমো নিশ্চয় বুঝেছেন, লুট করে পালানোটা ক্যাব ধরার চেয়ে সহজ।’’ কমেডিয়ান বীর দাসের টুইট, ‘এ কাহিনির সারসত্যটা হল, ‘‘যতই দামি জ্যাকেট পরুন, লন্ডনে ক্যাব পাওয়া খুব কঠিন।’’

জ্যাকেট কথা • উটপাখির চামড়া দিয়ে তৈরি • দাম দশ হাজার পাউন্ড (প্রায় ন’লক্ষ টাকা) •খুব শক্ত চামড়া, কিন্তু তেলতেলে ভাব থাকার জন্য কোনও রকম ভাঁজ পড়ে না • পালক তুলে নেওয়ার পরে চামড়ার উপর পোলকা ডটের মতো নকশা হয়। তাই এত দামি • গুচি, প্রাদা-র মতো ডিজ়াইনারদের প্রিয় • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার সচিব পল ম্যানাফোর্ট এই ধরনের জ্যাকেট পরে সমালোচিত হয়েছিলেন

Advertisement

কলকাতার নেটিজেনরা অবশ্য ট্যাক্সি রিফিউজাল-এর উদাহরণ নিয়েই চর্চা করলেন। লন্ডনের ‘ব্ল্যাক ক্যাব’ও যাত্রীদের কলকাতার ট্যাক্সির মতোই সটান বলে দেয়, ‘যাব না’! এক কলকাতাবাসীর মন্তব্য, ‘‘প্রমাণ তো হল, কলকাতা লন্ডন হয়েছে কবেই।’’

আরও পড়ুন: বিলেতে নয়া ব্যবসা, তিনি অবশ্য নীরবই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন