জঙ্গি দমনে সিরিয়ার পাশে দিল্লি

আইএসের বিপদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। পশ্চিম এশিয়ার ওই জঙ্গি গোষ্ঠীর ডাকে প্রভাবিত হয়ে দেশ ছেড়ে জেহাদে যোগ দিতে যাচ্ছেন বহু তরুণ-তরুণী। দেশের মধ্যেও আইএসের প্রভাব ছড়াচ্ছে বলে দাবি গোয়েন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০২:২৮
Share:

আইএসের বিপদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। পশ্চিম এশিয়ার ওই জঙ্গি গোষ্ঠীর ডাকে প্রভাবিত হয়ে দেশ ছেড়ে জেহাদে যোগ দিতে যাচ্ছেন বহু তরুণ-তরুণী। দেশের মধ্যেও আইএসের প্রভাব ছড়াচ্ছে বলে দাবি গোয়েন্দাদের। তাই ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার বাসার অল আসাদ সরকারের দিকে আরও বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি।

Advertisement

মূলত আইএস দমন নিয়ে আলোচনা করতেই পশ্চিম এশিয়া সফরে গিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। সিরিয়ার পরে ইরাকেও যাওয়ার কথা তাঁর। আইএস ও আসাদ-বিরোধী অন্য গোষ্ঠীর সঙ্গে আসাদ সরকারের সংঘর্ষে এখন কার্যত বিধ্বস্ত সিরিয়া। সেই সংঘর্ষে নাক গলিয়েছে আমেরিকা, রাশিয়া-সহ নানা দেশ। সম্প্রতি আইএস কিছুটা কোণঠাসা হয়েছে। আজ প্রেসিডেন্ট বাসার অল আসাদের সঙ্গে বৈঠক করেন আকবর। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সিরিয়ার সংঘর্ষ নিয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেছেন আসাদ। সন্ত্রাসবাদ দমনে দু’দেশের চুক্তিকে আরও শক্তিশালী করার প্রস্তাবও দেন তিনি। আকবর জানান, লড়াইয়ের পরে অর্থনৈতিক পুনর্গঠনের সুযোগও পাবে সিরিয়া। সে কাজেও ভারতের সাহায্য চেয়েছেন আসাদ।

তাৎপর্যপূর্ণ ভাবে এই সময়েই দেশে ফিরতে চেয়েছেন আইএসে যোগ দেওয়া চার ভারতীয় তরুণ। মুম্বইয়ের বাসিন্দা ওই তরুণরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা সে কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। এক জনের বাবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র সঙ্গেও যোগাযোগ করেছেন। তুরস্ক থেকে ওই তরুণকে ফেরাতে গোয়েন্দাদের সাহায্য চেয়েছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন