ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন? নীরব মোদী বললেন…

লন্ডনে অক্সফোর্ড স্ট্রিটে সাংবাদিক মিক ব্রাউন এবং নীরব মোদীর কথোপকথনের ভিডিয়ো

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০৪:৪২
Share:

লন্ডনে অক্সফোর্ড স্ট্রিটে সাংবাদিক মিক ব্রাউন এবং নীরব মোদীর কথোপকথনের ভিডিয়ো। সময়: ২ মিনিট ১২ সেকেন্ড

Advertisement

প্র: আপনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, এটা কি সত্যি—? আপনি কী বলবেন?

(কিছু ক্ষণ হাসিমুখে তাকিয়ে থেকে)

Advertisement

উ: সরি, নো কমেন্ট

প্র: অনেক লোকের কাছেই আপনার অনেক ধার রয়েছে

উ: সরি, নো কমেন্ট (যথেষ্ট হাসিমুখে)

প্র: কোথায় আছেন

উ: সরি, নো কমেন্ট

প্র: ব্রিটেনে কত দিন থাকবেন বলে ভেবেছেন?

উ: নো কমেন্ট

আরও পড়ুন: বিলেতে নয়া ব্যবসা, তিনি অবশ্য নীরবই

(নীরব মোদী হাঁটতে শুরু করেন। রাস্তা পেরোন। সাংবাদিকও সঙ্গে হাঁটতে থাকেন)

প্র: সরকারি আধিকারিকেরা আমাদের বলেছেন, আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। তাঁরা এ-ও বলেছেন, আপনাকে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। ব্যাপারটা সত্যি কি? শুধু মাথা নাড়লেই হবে।

উ: সরি, নো কমেন্ট

প্র: আপনি কোনও ব্যাপারেই কিছু বলবেন না, তাই তো?

(নীরব থেকেই মোদী হাত দেখিয়ে ক্যাব থামানোর চেষ্টা করেন। সফল হননি।)

প্র: আপনি কত দিন থাকবেন ব্রিটেনে?

আপনি বলবেন না, কত দিন ব্রিটেনে থাকবেন?

নীরবতা।

(নীরব হাঁটতে শুরু করেন। একটি ব্ল্যাক ক্যাবকে থামালেও তার চালক কিছু বলেন। নীরব হাত নেড়ে আবার হাঁটতে শুরু করেন)

..... (নামটি বিপ শব্দে ঢেকে দেওয়া হয়েছে) কি আপনার বন্ধু , সহযোগী?

উ: নো কমেন্ট

প্র: আপনি কি হিরের ব্যবসায় এখনও আছেন, মিঃ মোদী?

আমরা শুনেছি এই ... (এ ক্ষেত্রেও নামটি বিপ শব্দে ঢেকে দেওয়া হয়েছে) নামে আপনি হিরের ব্যবসা করছেন

উ: নো কমেন্ট।

ওকে

(এর পরই একটি ক্যাবে উঠে পড়েন নীরব)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন