North Korea

‘হাইড্রোজেন’ বোমা ফাটাল উত্তর কোরিয়া, নিন্দায় আমেরিকা-জার্মানি-ফ্রান্স

এই নিয়ে ষষ্ঠবার পরমাণু বিস্ফোরণ ঘটাল কিম জং উনের সরকার। মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে, এ দিন কম্পনের তীব্রতা ছিল ৬.৩।

Advertisement

সংবাদ সংস্থা

সোল শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১৫:২৬
Share:

বিজ্ঞানীদের সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট উন।— ফাইল ছবি

তীব্র কম্পনে অনুভূত হতেই শুরু হয়েছিল জল্পনা। কোনও প্রাকৃতিক বিপর্যয়ের আভাস, নাকি এর পিছনে অন্য কোনও কারণ? কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ কোরিয়া দাবি করল, উত্তর কোরিয়া পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে বলেই এই কম্পন। একই আশঙ্কা প্রকাশ করল জাপানও। তার কিছুক্ষণের মধ্যেই সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তর কোরিয়া পরমাণু বিস্ফোরণের কথা স্বীকার করে নিল। পিয়ংইয়ং-এর আরও দাবি, এটা ছিল আসলে হাইড্রোজেন বোমা। এ যাবৎ যতগুলি পরমাণু বোমা উত্তর কোরিয়া ফাটিয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী বলেও পিয়ংইয়ং-এর তরফে দাবি করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: পরমাণু বোমার কাছে হাইড্রোজেন বোমা ‘দানব’!

এই নিয়ে ষষ্ঠবার পরমাণু বিস্ফোরণ ঘটাল কিম জং উনের সরকার। মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে, এ দিন কম্পনের তীব্রতা ছিল ৬.৩।

Advertisement

আরও পড়ুন: ২০০০ পরমাণু বোমা বানাতে পারে ভারত, রিপোর্টে উদ্বিগ্ন পাকিস্তান

উত্তর কোরিয়ার দাবি, এই বোমাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপ করা সম্ভব। পাশাপাশি, আরও ধংসাত্মক পরমাণু বোমা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কিম প্রশাসন। নিউক্লিয়ার ওয়েপনস ইনস্টিটিউটে এই হাইড্রোজেন বোমা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট উন বিজ্ঞানীদের কাজের প্রশংসা করেন এবং তাদের উৎসাহ দেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: কিমকে চাপ নয়, হুঁশিয়ারি মস্কোর

বেশ কয়েক মাস ধরেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে কিম জং উনের সরকার। দিন কয়েক আগেও তিনটি স্বল্প পাল্লার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল, সেই সময়েও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। কিন্তু, আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প আসার পর উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা এই প্রথম। কিম প্রশাসনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্প আগেই উষ্মা প্রকাশ করেছিলেন। তা সত্ত্বেও এ বার হাইড্রোজেন বোমা ফাটিয়ে উত্তর কোরিয়া বুঝিয়ে দিতে চাইল, আমেরিকার সতর্কবার্তায় কান দেওয়ার ইচ্ছা কিম জং-উনের নেই। ঘটনার তীব্র নিন্দা করেছে আমেরিকা, জার্মান, ফ্রান্স।ট্রাম্প এই ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে নিন্দা করেছেন।অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্‌রঁর এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল উত্তর কোরিয়ার পদক্ষেপকে ‘নতুন মাত্রার প্ররোচনা’ বলে মন্তব্য করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন