‘বার করে দিয়েছিল ডিজ়নিল্যান্ড থেকে’

ক্যালিফর্নিয়ার আনাহাইমে এক জনসভায় সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে বারাকের খেদোক্তি, ‘‘সিগারেট খুবই খারাপ জিনিস। কিন্তু তখন আমার বয়স কম ছিল। সব কিছুতেই বিদ্রোহ করতে ইচ্ছে করত।’’

Advertisement

সংবাদ সংস্থা

লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৩
Share:

ঘাড় ধাক্কা দিয়ে বারাক ওবামাকে বার করে দেওয়া হয়েছিল ডিজ়নিল্যান্ড থেকে। ক্যালিফর্নিয়ার এক জনসভায় নিজেই এই খবর ফাঁস করলেন প্রাক্তন প্রেসিডেন্ট।
তখন সবে কলেজে ঢুকেছেন বারাক। বয়স কুড়ির কোঠাতেও পৌঁছয়নি। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ফ্লরিডার বে লেক এলাকার ডিজ়নিল্যান্ডের ‘ম্যাজিক কিংডম’-এ। সেখানেই কায়দা করে বন্ধুরা সবাই সিগারেট ধরিয়েছিলেন। হঠাৎই তাঁদের সামনে উদয় হন দুই বিশালদেহী পুলিশ অফিসার। এক জন চেপে ধরেন বারাকের হাত। কাঁধে হাত রেখে তাঁকে বলেন, ‘‘এখানে ধূমপান নিষিদ্ধ! তোমাদের এখনই পার্ক থেকে বেরিয়ে যেতে হবে।’’ ওই দুই পুলিশ অফিসারই বারাকদের ধরে পার্ক থেকে বার করে দেন বলে জানিয়েছেন ওবামা।
ক্যালিফর্নিয়ার আনাহাইমে এক জনসভায় সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে বারাকের খেদোক্তি, ‘‘সিগারেট খুবই খারাপ জিনিস। কিন্তু তখন আমার বয়স কম ছিল। সব কিছুতেই বিদ্রোহ করতে ইচ্ছে করত।’’
দেশের ৪৪তম প্রেসিডেন্টের এই অভিজ্ঞতার কথা শুনে তৎক্ষণাৎ টুইট করেছেন ওয়াল্ট ডিজ়নি সংস্থার চেয়ারম্যান রবার্ট আইগার। লিখেছেন, ‘‘ওবামাকে আমাদের রিসর্টে স্বাগত। যখন খুশি, যত বার খুশি এখানে আসুন তিনি। এসে শুধু সিগারেট না-ধরালেই হল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন