লরি থেকে উদ্ধার ৫০টি দেহ

হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকা থেকে শরণার্থীদের মৃতদেহ ভর্তি একটি লরি উদ্ধার হয়েছে। অস্ট্রিয়া পুলিশ সূত্রের খবর, বুধবার রাত থেকেই বড় রাস্তার উপর দাঁড়িয়ে ছিল লরিটি। এই ধরনের লরি সাধারণত হিমায়িত মাংস পরিবহণ কাজে ব্যবহৃত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

বুর্গেনল্যান্ড শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০২:৪৩
Share:

হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকা থেকে শরণার্থীদের মৃতদেহ ভর্তি একটি লরি উদ্ধার হয়েছে। অস্ট্রিয়া পুলিশ সূত্রের খবর, বুধবার রাত থেকেই বড় রাস্তার উপর দাঁড়িয়ে ছিল লরিটি। এই ধরনের লরি সাধারণত হিমায়িত মাংস পরিবহণ কাজে ব্যবহৃত হয়। সবাই ভেবেছিল বিকল হয়েই দাঁড়িয়ে পড়েছে গাড়িটি। এর পরই স্থানীয় বাসিন্দারা খেয়াল করেন লরির গা বেয়ে চুঁইয়ে পড়ছে রক্ত। সঙ্গে পচা গন্ধ।

Advertisement

বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজে নেমে পুলিশ দেখে তাতে মৃতদেহ ভর্তি। মৃতদেহগুলিতে এমন ভাবে পচন ধরেছে যে মৃতের সংখ্যা সঠিক ভাবে জানা সম্ভব হচ্ছে না। ২০, ৪০, এমনকী মৃতদেহের সংখ্যা পঞ্চাশ হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। ময়না-তদন্তের জন্য দেহগুলি ভিয়েনায় পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২০১৪ সালে একটি মাংস বিক্রয়কারী সংস্থা লরিটিকে বেচে দেয়। গাড়ির চালককে খুঁজে পাওয়া যায়নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই গোটা ইউরোপ জুড়ে শরণার্থী সমস্যা ক্রমশ বড় আকার ধারণ করেছে। এই ঘটনায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, ‘‘এই ভয়ঙ্কর ম়ৃত্যুর ঘটনায় আমরা সকলে কেঁপে উঠেছি। তাড়াতাড়িই এই শরণার্থী সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন