Canada

কানাডায় পুত্রের কাছে গিয়ে অসুস্থ ভারতীয় বৃদ্ধা, ৫৭ লক্ষ টাকার বিল ধরাল হাসপাতাল, তার পর?

অ্যালিসের পুত্র কানাডার অন্টারিয়োতে থাকেন। ছ’মাসের ভিসা নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন বৃদ্ধা। সেখানে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৮:০৮
Share:

প্রায় তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কানাডায় থাকেন পুত্র। তাঁর কাছে বেড়াতে গিয়েছিলেন ৮৮ বছরের ভারতীয় মহিলা। সেখানে অসুস্থ হয়ে অ্যালিস জন নামে ওই বৃদ্ধা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অভিযোগ, চিকিৎসার খরচ বাবদ তাঁকে ৫৭ লক্ষ টাকার বিল ধরিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, অ্যালিসের পুত্র কানাডার অন্টারিয়োতে থাকেন। ছ’মাসের ভিসা নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন বৃদ্ধা। সেখানে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। তার পরে হ্যামিলটন জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় মহিলাকে। তিন সপ্তাহ সেই হাসপাতালে ছিলেন তিনি। তার মধ্যে কিছু দিন ভেন্টিলেশনেও রাখা হয়েছিল অ্যালিসকে।

ভিসার অধীনে একটি স্বাস্থ্যবিমাও ছিল অ্যালিসের। এক লক্ষ ডলার পর্যন্ত কভারেজ দিয়েছিল সেই বিমা। কিন্তু হাসপাতাল যখন ৫৭ লক্ষ টাকা বিল ধরিয়েছিল, তখন সেই টাকা মেটাতে অস্বীকার করেছিল বিমা সংস্থা। তাদের যুক্তি, ‘কনজেস্টেড হার্ট ফেলিওর’-এর কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সমস্যা বৃদ্ধার আগেই থেকেই ছিল। তাই ওই অসুখের জন্য বিমা সংস্থা টাকা দেবে না। যদিও অ্যালিসের পরিবারের অভিযোগ, অতীতে কখনও এই সমস্যা হয়নি অ্যালিসের। ওই কারণে কোনও চিকিৎসককেও দেখানো হয়নি। বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বিমা সংস্থা। শেষ পর্যন্ত বৃদ্ধার চিকিৎসার খরচ মিটিয়ে দেয় তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement