International News

মাঝপথে যাত্রী নামিয়ে বাসে যেতে বলল পাকিস্তান এয়ারলাইন্স!

যাত্রীরাও নাছোড়। গন্তব্যস্থলে না পৌঁছে দিলে বিমান ছেড়ে এক পা-ও নড়বেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১১:৩৪
Share:

প্রতীকী ছবি।

বিমান থেকে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দিয়ে বলা হল, বাস ধরে যে যার গন্তব্যস্থলে চলে যান!

Advertisement

যাত্রীরাও নাছোড়। গন্তব্যস্থলে না পৌঁছে দিলে বিমান ছেড়ে এক পা-ও নড়বেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। যাত্রীরা বেঁকে বসেছেন দেখে কর্মীরা বিমানের এয়ার কন্ডিশন বন্ধ করে দেন। ফলে বিমানের ভিতরে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা।

আরও পড়ুন: লাদেনের ল্যাপটপে টম অ্যান্ড জেরি, মিস্টার বিন!

Advertisement

ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানে। জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, বিমানটি আবুধাবি থাকে পাকিস্তানের রহিম ইয়ার খান-এ যাচ্ছিল। কিন্তু কম দৃশ্যমানতা থাকায় বিমানটিকে লাহৌর বিমানবন্দরে নামান পাইলট। অভিযোগ, তার পরই বিমানের কর্মীরা যাত্রীদের জানিয়ে দেন, বিমান আর যাবে না। বাস ধরে গন্তব্যস্থলে যাওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: কিমের বিরুদ্ধে আরও কড়া হচ্ছে আমেরিকা

কিন্তু কী ভাবে যাবেন এতটা পথ? লাহৌর থেকে রহিম ইয়ার খান-এর দূরত্ব ৬২৪.৫ কিলোমিটার। এতটা পথ তা-ও আবার বাসে করে! যাত্রীরা অনুরোধ করেন মুলতান বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে। যেখান থেকে রহিম ইয়ার খানের দূরত্ব ২৯২ কিলোমিটার। অভিযোগ, তাতেও রাজি হননি বিমানচালক থেকে কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement