Beggars Deported in Pakistan

১৬ মাসে পাকিস্তানের প্রায় সাড়ে পাঁচ হাজার ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে ছ’টি দেশ! জানালেন খোদ পাক মন্ত্রীই

পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, গত ১৬ মাসে ছ’টি দেশ থেকে ৫,৪০২ জন পাক ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৬:৪৮
Share:

১৬ মাসে পাকিস্তানের প্রায় সাড়ে পাঁচ হাজার ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে ছ’টি দেশ! —ফাইল চিত্র।

২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের প্রায় সাড়ে পাঁচ হাজার ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে ছ’টি দেশ। পাকিস্তানের আইনসভায় এমনটাই জানালেন সে দেশের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভি।

Advertisement

পাকিস্তানের শাসকজোটের অন্যতম শরিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র নেতা সেহর কামরান সম্প্রতি আইনসভার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভিক্ষুকদের নিয়ে একটি প্রশ্ন করেন। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, সেই প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, গত ১৬ মাসে ছ’টি দেশ থেকে ৫,৪০২ জন পাক ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

যে দেশগুলি থেকে পাকিস্তানের এই ভিক্ষুকদের ফেরত পাঠানো হয়েছে, সেই দেশগুলি হল সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি। এই দেশগুলি থেকে ফেরত পাঠানো ভিক্ষুকদের মধ্যে অধিকাংশই সিন্ধ প্রদেশের বাসিন্দা। সংখ্যার নিরিখে তার পর যথাক্রমে রয়েছে পঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর এবং ইসলামাবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement