৩৪ জন বিদ্রোহীকে গ্রেফতার করল পাকিস্তান। —ফাইল চিত্র।
পাকিস্তানে গ্রেফতার হয়েছেন অন্তত ৩৪ পাশতুন বিদ্রোহী। শনিবার পাকিস্তানের সন্ত্রাসদমন দফতর বিবৃতিতে এ কথা জানিয়েছে। পাকিস্তানের দাবি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবনে হামলার ছক ছিল ওই বিদ্রোহীদের। ধৃতদের বেশিরভাগই পাকিস্তানের নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-এ-তালিবান (টিটিপি)-র সদস্য বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।
ওই বিদ্রোহী পাশতুন গোষ্ঠীর সঙ্গে প্রায়শই সংঘর্ষ লেগে থাকে পাকিস্তানি সেনার। কয়েক দিন আগেই আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় ওই বিদ্রোহী গোষ্ঠীর ডেরায় হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। কিন্তু অভিযোগ, ওই অভিযানের সময়ে অসামরিক পাশতুন জনবসতিতে বোমা ফেলেছিল পাক ফৌজ। পাকিস্তানি সেনার কোয়াডকপ্টারের হানায় অন্তত সাত শিশু এবং কয়েক জন মহিলা-সহ মোট ২২ জন গ্রামবাসী জখম হন বলে অভিযোগ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে বিদ্রোহী গোষ্ঠী টিটিপির সদস্যদের গ্রেফতার করা হল।
পাকিস্তানি তদন্তকারী সংস্থার দাবি, ওই অভিযানের সময়ে ৫৮৪১ গ্রাম বিস্ফোরক, ১৯টি ডিটোনেটর, ৫১ ফুট সেফটি ফিউজ় তার এবং বেশ কিছু গ্রেনেড উদ্ধার হয়েছে ওই অভিযানে। তাদের দাবি, লাহৌর, রাওয়ালপিন্ডি-সহ পঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছিল তদন্তকারী সংস্থা। গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় মোট ৪১৫টি অভিযান চালানো হয়েছে বলে দাবি তাদের।
বস্তুত, ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা এবং সন্ত্রাসদমন দফতরের যৌথবাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার-পাখতুনখোয়ায়। গত বছরের ২৫ ডিসেম্বর খাইবার-পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।