ফেসবুকে ধর্মনিন্দা বন্ধে চিঠি

ইসলামের সমালোচনায় লেখা বক্তব্য প্রকাশ না করতে ফেসবুক কর্তৃপক্ষকে লিখিত ভাবে অনুরোধ জানাল পাক তদন্তকারী সংস্থা। এ ব্যাপারে ইন্টারপোলেরও সাহায্য চাওয়া হয়েছে বলে পাকিস্তান সরকার সূত্রের খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০২:৩৪
Share:

ইসলামের সমালোচনায় লেখা বক্তব্য প্রকাশ না করতে ফেসবুক কর্তৃপক্ষকে লিখিত ভাবে অনুরোধ জানাল পাক তদন্তকারী সংস্থা। এ ব্যাপারে ইন্টারপোলেরও সাহায্য চাওয়া হয়েছে বলে পাকিস্তান সরকার সূত্রের খবর।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইসলাম-বিরোধী মন্তব্য নিয়ে গত বৃহস্পতিবার পাক সরকারকে তদন্ত শুরু করার নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। আদালত বলে, ফেসবুক-সহ অন্য সোশ্যাল মিডিয়ায় এই প্রবণতা বন্ধ না হলে পাকিস্তানে সব নিষিদ্ধ করে দেওয়া হবে। এর পরেই বুধবার বৈঠক করে তদন্তকারী সংস্থা। তারা জানায়, ইসলাম বিরোধী মন্তব্য আটকাতে ফেসবুক কর্তৃপক্ষকে লিখিত ভাবে অনুরোধ করা হয়েছে। তবে ফেসবুকের তরফে এখনও জবাব আসেনি। ওয়াশিংটনে পাক দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তথ্য জানার অধিকার আইনে ফেসবুকের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য জোগাড় করতেও বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement