Pakistan-Afghanistan Conflict

‘আফগান সঙ্কটের সমাধানের জন্য মধ্যস্থতা করুন’, ট্রাম্পকে আমন্ত্রণ জানাল পাকিস্তান সরকার

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার দাবি করেন, গত দু’দশকে মার্কিন প্রেসিডেন্টরা শুধু যুদ্ধের প্ররোচনা দিয়েছেন এবং যুদ্ধে জড়িয়েছেন। কিন্তু ট্রাম্প এ ক্ষেত্রে ব্যতিক্রম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২৩:২০
Share:

(বাঁদিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (ডানদিকে)। —ফাইল চিত্র।

আফগানিস্তানের তালিবান শাসকদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করে শান্তি ফেরানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পরে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার বলেন, ‘‘ট্রাম্প যদি আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতির দিকে নজর দিতে চান তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কারণ তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি যুদ্ধ থামাতে সক্রিয়তা দেখিয়েছেন।’’

Advertisement

পাক প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার দাবি করেন, গত দু’দশকে মার্কিন প্রেসিডেন্টরা শুধু যুদ্ধের প্ররোচনা দিয়েছেন এবং যুদ্ধে জড়িয়েছেন। কিন্তু ট্রাম্প এ ক্ষেত্রে ব্যতিক্রম। পাশাপাশি, ভারতেক নিশানা করে তাঁর অভিযোগ, ‘‘তালিবানকে মদত দিয়ে নয়াদিল্লি আমাদের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে।’’ পাক জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এবং তার জেরে টানা চার দিনের সংঘর্ষের পরে ১০ মে নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘর্ষবিরতি হয়েছিল। গত পাঁচ মাসে বেশ কয়েক বার ট্রাম্প দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই যুদ্ধবিরতি করেছে দক্ষিণ এশিয়ায় দুই পরমাণু শক্তিধর দেশ।

ভারত সেই দাবি উড়িয়ে দিলেও শরিফ সরকার এবং পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ট্রাম্পের দাবি সমর্থন করতে দেখা গিয়েছে। এ বার এক ধাপ এগিয়ে সরাসরি মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানাল ইসলামাবাদ। পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সীমান্তে শান্তি ফেরাতে আফগান তালিবানকে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শরিফ। সেই সঙ্গে তাঁর ইঙ্গিত ইসলামাবাদ-কাবুল সংঘাতে ইতি টানার জন্য এ বার উদ্যোগী হতে হবে আফগানিস্তানের শাসকদের। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘স্থায়ী যুদ্ধবিরতির জন্য ‘বল’ এখন আফগান তালিবানের ‘কোর্টে’।’’ তাঁর শর্ত, ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি (পাক সরকার এবং সেনা যাদের ‘ফিতনা আল খোয়ারিজ়’ বলে চিহ্নিত করে) জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে কাবুলকে। কোনও ভাবেই সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনায় ব্যবহার করতে দেওয়া যাবে না। অন্যদিকে, ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ইসলামাবাদকে নিশানা করেছে আফগানিস্তানের তালিবান প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সরকার। তাদের অভিযোগ, বুধবার রাজধানী কাবুলের জনবসতি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাক ফৌজ। এক সপ্তাহ ধরে দফায় দফায় সংঘর্ষের বুধবার সন্ধ্যায় আফগানিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি চুক্তি করেছিল পাক সরকার। তার মেয়াদ শেষের আগেই আফগান তালিবানের একাংশের ভ্রাতৃপ্রতিম সংগঠন টিটিপির বিরুদ্ধে সীমান্তবর্তী এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালায় পাক সেনা। ফলে বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement