Crypto Coin

ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসার সঙ্গে হাত মেলাল পাকিস্তান

ভার্চুয়াল লেনদেন পদ্ধতি পরিকাঠামোতেও অন্তর্ভুক্ত করা হচ্ছে ইউএসডি ওয়ান স্টেবল কয়েন। যার মাধ্যমে পাকিস্তানের নিজস্ব মুদ্রা ছাড়াও ওই দেশে ‘অদৃশ্য’ টাকায় লেনদেন করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৫:২৩
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফ (ডান দিকে)। — ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স’ ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত হল পাকিস্তান। আন্তঃসীমান্ত অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এই ভার্চয়াল টাকা ব্যবহারের পরিকল্পনার কথাও ভাবা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তানের ‘ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটি’ এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে। তবে সরাসরি ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেনি ইসলামাবাদ। ভারতের পড়শি দেশ দাবি করেছে, যে ফার্মের সঙ্গে তারা যুক্ত হয়েছে তা ওয়ার্ল্ড লিবার্টি অনুমোদিত। সংস্থাটির নাম ‘‘এসসি ফিনান্সিয়াল টেকনোলজিস।’’

২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ক্রিপ্টো ভিত্তিক অর্থনৈতিক মঞ্চ ওয়ার্ল্ড লিবার্টির প্রথম ঘোষিত চুক্তির অন্যতম। চুক্তি অনুযায়ী, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে কাজ করবে সংস্থা। ভার্চুয়াল লেনদেন পদ্ধতি পরিকাঠামোতেও অন্তর্ভুক্ত করা হচ্ছে ইউএসডি ওয়ান স্টেবল কয়েন। যার মাধ্যমে পাকিস্তানের নিজস্ব মুদ্রা ছাড়াও ওই দেশে ‘অদৃশ্য’ টাকায় লেনদেন করা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement