আত্মঘাতী বিস্ফোরণে নিহত পাকিস্তানের পঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা-সহ ৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন ডিএসপি শওকত শাহ। আহত হয়েছেন আরও কয়েক জন। রবিবার দুপুরের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ১৪:১০
Share:

স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা।

আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা-সহ ৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন ডিএসপি শওকত শাহ। আহত হয়েছেন আরও কয়েক জন। রবিবার দুপুরের ঘটনা।

Advertisement

কী হয়েছিল এ দিন?

পুলিশ জানিয়েছে, এ দিন অ্যাটক জেলার শাদি খাল গ্রামে নিজের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি বৈঠক করছিলেন মন্ত্রী। সেই সময় সকলের নজর এড়িয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন। তার পরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রত়ায় মন্ত্রীর বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান মন্ত্রী সুজা খানজাদা-সহ ২০-২৫ জন। আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, জোর কদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Advertisement

২০১৪-য় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পান খানজাদা। দায়িত্ব পাওয়ার পরই পঞ্জাব প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেন। তখন থেকেই জঙ্গিদের নিশানায় ছিলেন তিনি। এমনকী রাজনৈতিক মহলেও জঙ্গিদের কার্যকলাপের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন। সম্প্রতি তাঁকে আল-কায়দা এবং তেহরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠী হুমকি দিয়েছিল। এ দিনের এই হামলার দায় এখনও কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement