ঘরছাড়া পাক শিখ পুলিশ

পাগড়ি খুলিয়ে চুল ধরে হিড়হিড় করে বাড়ির বাইরে টেনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। নিজের বাড়ি থাকা সত্ত্বেও এখন পরিবারের সঙ্গে রাস্তায় এসে দাঁড়িয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৩:৩৩
Share:

ছবি: সংগৃহীত

পাগড়ি খুলিয়ে চুল ধরে হিড়হিড় করে বাড়ির বাইরে টেনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। নিজের বাড়ি থাকা সত্ত্বেও এখন পরিবারের সঙ্গে রাস্তায় এসে দাঁড়িয়েছেন তিনি। পায়ের চটিটিও রয়ে গিয়েছে তালাবন্ধ বাড়ির ভিতরে!

Advertisement

মঙ্গলবার একটি ভিডিয়ো প্রকাশ করে নিজের এই দুর্দশার বর্ণনা দিতে দেখা গেল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার গুলাব সিংহ শাহিনকে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। অভিযোগের তির পাকিস্তানের ‘ইভাকুয়ি ট্রাস্ট প্রপার্টি বোর্ড’-এর (ইটিপিবি) দিকে।

লাহৌরের ডেরা চহেল এলাকায় ১৯৪৭ সাল থেকে তাঁর পরিবারের বাস বলে জানান গুলাব সিংহ। ইটিপিবি-রই অধীনে পাক গুরুদ্বার প্রবন্ধক কমিটি। গুলাব সিংহের দাবি, গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট তারা সিংহের প্ররোচনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement