Honour killing

Pakistan social media star: সম্মানরক্ষায় খুন কান্দিল বালোচ, যাবজ্জীবন প্রাপ্ত দাদাকে খালাস করে দিল পাক আদালত

২০১৬-য় পাকিস্তানের তরুণী কান্দিল বালোচকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন তাঁরই দাদা। গ্রেফতারির পর তাঁর উক্তি ছিল, অনুতপ্ত নই, যা করেছি ঠিক করেছি!

Advertisement

সংবাদ সংস্থা

লাহোর শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৪৭
Share:

নেটমাধ্যম তারকা কান্দিল বালোচকে খুন করেন তাঁরই দাদা। টুইটার থেকে নেওয়া।

২০১৬-য় পাকিস্তানের সবচেয়ে সাড়া জাগানো হত্যাকাণ্ড। পরিবারের সুনাম নষ্ট করার অভিযোগে নেটমাধ্যম তারকা ২৬ বছরের কান্দিল বালোচকে গলায় ফাঁস লাগিয়ে নৃশংস ভাবে হত্যা করেন তাঁরই দাদা মহম্মদ ওয়াসিম। কান্দিলের ‘দোষ’ ছিল, নেটমাধ্যমে তাঁর প্রতিবাদী কণ্ঠ এবং যে কোনও বিষয়ে স্পষ্ট মত দেওয়ার অভ্যাস। ওয়াসিমের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল। যদিও সোমবার ৬ বছর জেল খেটেই খালাস পেলেন তিনি।

কান্দিলের দাদা মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করার পর তাঁকে যাবজ্জীবনের সাজা শোনায় আদালত। বস্তুত, এই ঘটনা আরও তোলপাড় ফেলেছিল, ওয়াসিমের গ্রেফতারির পর। সেই সময় ওয়াসিম স্পষ্ট জানিয়েছিল, বোনকে খুন করেও সে অনুতপ্ত নয় মোটেই। তাঁর বক্তব্য ছিল, পরিবারের সুনাম যে নষ্ট করবে, তাঁকে এ ভাবেই শাস্তি পেতে হবে। প্রয়োজনে, আবার সে অস্ত্র ধরবে। বোনকে খুন করার কারণ, বোনের ব্যবহার দিনকে দিন তাঁর কাছে অসহ্য হয়ে উঠছিল।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি-কে ওয়াসিমের আইনজীবী জানিয়েছেন, মুলতানের একটি আদালত তাঁর মক্কেলকে বেকসুর খালাস করার রায় দিয়েছে। যদিও আদালতের রায় এখনও প্রকাশ্যে আসেনি।

২০১৬-য় কান্দিলের খুনের ঘটনায় গোটা দুনিয়ায় সাড়া পড়ে গিয়েছিল। পারিবারিক সম্মানরক্ষার অজুহাতে এ ভাবে প্রাণবন্ত এক তরুণীকে খুনের দায়ে ধৃত দাদা ওয়াসিমের শাস্তির পাশাপাশি মানসিক চিকিৎসা করানোর দাবি উঠেছিল। পুরুষতান্ত্রিক সমাজের এই নৃশংস দৃষ্টিভঙ্গির নিন্দা হয়েছিল। আদালত ওয়াসিমের যাবজ্জীবনের রায় দিয়েছিল। কিন্তু ৬ বছর জেল খেটেই মুক্তি পেলেন তিনি। এই সময়ের মধ্যে ওয়াসিমের মানসিক চিকিৎসা হয়েছিল কি? জেল থেকে বেরিয়ে তাঁর মানসিকতার কোনও বদল দেখা যাবে কি?

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, ছেলেকে ক্ষমা করে দেওয়ার আর্জি নিয়ে আদালতে আবেদন করেছিলেন কান্দিল, ওয়াসিমের মা-বাবা। তাতেই কি যাবজ্জীবন বদলে গেল মুক্তিতে? জানা যায়নি তা। এ সপ্তাহের শেষ নাগাদ জেল থেকে মুক্ত পাবেন ওয়াসিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন