pakistan

Pakistan TV Channel: আলিঙ্গন দৃশ্য সংস্কৃতির ‘পরিপন্থী’, সিরিয়ালে এই সব দৃশ্য বন্ধের নির্দেশ পাকিস্তানে

পাক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানান, বিবাহিত দম্পতির আলিঙ্গন দৃশ্যও ইসলামি শিক্ষার অসম্মান।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ০৬:৫৮
Share:

প্রতীকী ছবি।

আলিঙ্গন দৃশ্য পাকিস্তানি সংস্কৃতির ‘পরিপন্থী’, তাই টেলিভিশনে এ সব দেখানো যাবে না। টিভি চ্যানেলগুলোকে এমনই নির্দেশ দিয়েছে পাকিস্তানের ‘ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’। কর্তৃপক্ষের বক্তব্য, টিভি সিরিয়ালে এই ধরনের দৃশ্য সম্প্রচার নিয়ে তাদের কাছে বহু অভিযোগ জমা পড়েছে। তাই এই সিদ্ধান্ত।

Advertisement

পাক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানান, বিবাহিত দম্পতির আলিঙ্গন দৃশ্যও ইসলামি শিক্ষার অসম্মান। তাই তা দেখানো যাবে না টিভি শোয়ে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘কাউকে আলিঙ্গন করা, কাউকে জড়িয়ে ধরে সমবেদনা জানানো, পরকীয়া, অশ্লীল দৃশ্য, সাহসী পোশাক, শয্যা-দৃশ্য, বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, এ সব দেখানো হয়। যা আমাদের ইসলামিক শিক্ষা এবং পাক সংস্কৃতির অসম্মান।’’

বিনোদন জগতের উপরে এ ধরনের নিষেধাজ্ঞা চাপানোয় খুশি নন অনেকেই। পাক মানবাধিকার কর্মী রিমা ওমর ব্যাঙ্গাত্মক সুরে টুইট করেছেন, ‘‘বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা তো পাকিস্তানি সমাজের সঠিক চিত্র নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে নিয়ন্ত্রণের, অত্যাচারের, হিংসার। ওগুলো তো ভিন্‌গ্রহের মূল্যবোধ। আমাদের প্রতিরোধ করা উচিত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন