আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি হয়ে বিবৃতি জারি করেছে হামাস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গাজ়ায় শান্তি ফেরানোর উদ্দেশে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে ইজ়রায়েল সম্মতি জানালেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস নীরব ছিল। অবশেষে তারাও ট্রাম্পের প্রস্তাবে রাজি হল। শুক্রবার এল তাদের বিবৃতি।
২০ দফা প্রস্তাব নিয়ে হামাস প্রাথমিক ভাবে নীরব থাকায় ট্রাম্প তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন। রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে জানিয়েছিলেন, ওই সময়ের মধ্যে প্রস্তাবে রাজি না হলে ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হবে। এর পরেই হামাস বিবৃতি জারি করেছে। তাতে গাজ়ায় শান্তির জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। সেই সঙ্গে বন্দিদের মুক্তি দিতেও রাজি হয়েছে হামাস।
হামাসের বিবৃতি নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। প্যালেস্টাইনি গোষ্ঠী লিখেছে, ‘‘গাজ়া স্ট্রিপে আমাদের লোকজনের উপর অত্যাচার, আগ্রাসন থামাতে বৃহত্তর স্বার্থে হামাস নেতৃত্ব ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং তার ভিত্তিতে এই বিবৃতি জারি করা হচ্ছে। গাজ়ায় যুদ্ধ থামাতে মুসলিম এবং আরবীয় দেশগুলির প্রচেষ্টা, ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করছে হামাস। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস বন্দিদের (জীবিত এবং লাশ) মুক্তি দেওয়ার প্রস্তাবে রাজি। এর জন্য কিছু শর্ত প্রয়োগ করা অবশ্যম্ভাবী। এই প্রেক্ষিতে হামাস সমঝোতার শর্তাবলি এবং গোটা প্রক্রিয়া নিয়ে বিশদে কথা বলতে আলোচনার টেবিলে যেতে চায়। প্যালেস্টাইনি কোনও গোষ্ঠীর হাতে গাজ়ার প্রশাসনিক দায়িত্ব তুলে দিতে চায় হামাস।’’
হামাসের বিবৃতি পড়ে ইজ়রায়েলকে পাল্টা নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, ‘‘এই মাত্র হামাস যে বিবৃতি জারি করল, তার ভিত্তিতে মনে হচ্ছে ওরা দীর্ঘস্থায়ী শান্তিস্থাপনে রাজি। গাজ়ায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে ইজ়রায়েলকে। যাতে আমরা বন্দিদের নিরাপদে এবং দ্রুত বার করে আনতে পারি। এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এটা শুধু গাজ়ার বিষয় নয়, এটা পশ্চিম এশিয়ায় বহুকাঙ্ক্ষিত শান্তির বিষয়।’’
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে রত ইজ়রায়েল। দু’বছরে এই যুদ্ধকে কেন্দ্র করে হাজার হাজার প্রাণহানি ঘটেছে। গাজ়ায় মৃত্যুমিছিলের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে দুর্ভিক্ষ। এই যুদ্ধ থামাতে প্রথম থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি চান, গাজ়া থেকে হামাসকে পুরোপুরি ‘নির্মূল’ করতে। ট্রাম্প এ-ও জানান, হামাসকে শান্তিচুক্তিতে পৌঁছোনোর সুযোগ দেবেন তিনি।
ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে
২০ দফা প্রস্তাবে বলা হয়েছে, প্যালেস্টাইনিদের গাজ়া ছেড়ে যেতে হবে না। আপাতত গাজ়ায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন প্যালেস্টাইনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। তা ছাড়া হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়, তা হলে ধাপে ধাপে গাজ়া থেকে সেনা সরিয়ে নেবে ইজ়রায়েল। ইজ়রায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্টাইনিকেও ছেড়ে দেবেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজ়া থেকে আটক হওয়া ১৭০০ জনকে। প্রস্তাবের শর্তগুলি মানা হচ্ছে কি না, তা দেখার জন্য তৈরি হবে ‘বোর্ড অফ পিস’। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প স্বয়ং। এই ২০ দফা প্রস্তাবে ইজ়রায়েল আগেই রাজি হয়ে গিয়েছিল। এ বার হামাসও সম্মতি জানাল।