ফাইজারের কোভিড টিকা পেল হু-র বৈধতা

ফাইজার-বায়োএনটেকের টিকাকে ডিসেম্বরের শুরুতেই বৈধতা দিয়েছিল ব্রিটেন। সেখানেই প্রথম শুরু হয়েছিল এই টিকা প্রদানের কাজ।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৯:৫৯
Share:

প্রতীকী চিত্র।

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকাকে জরুরিকালীন বৈধতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছে হু। করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে এই টিকার বিতরণের বিষয়টিতেও জোর দিয়েছে হু।

Advertisement

ফাইজার-বায়োএনটেকের টিকাকে ডিসেম্বরের শুরুতেই বৈধতা দিয়েছিল ব্রিটেন। সেখানেই প্রথম শুরু হয়েছিল এই টিকা প্রদানের কাজ। এর পর আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন দেশেও দেওয়া হয়েছে এই টিকা। চিন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই টিকায় প্রথম ব্যবহার করা হয়েছে।

ফাইজারের টিকা নিয়ে হু-এর উচ্চপদস্থ এক অফিসার বলেছেন, ‘‘এটিই প্রথম টিকা যেটি জরুরিকালীন ব্যবহারের অনুমতি পেয়েছিল। কোভিড-১৯-এ বিরুদ্ধে লড়াইয়ে খুব আশাপ্রদ পদক্ষেপ এটি। কিন্তু জোর দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মানুষের জন্য এই টিকার সরবরাহে। সব জায়গার মানুষের কাছেই সঠিক সময়ে টিকা পৌঁছে দেওয়া দরকার।’’ টিকা ব্যবহারের নিরাপত্তা, সাবধানতা প্রসঙ্গে হু-র তৈরি করা নির্দেশিকার বিষয়টিও তুলে ধরেন ওই অফিসার। তিনি বলেছেন, ‘‘প্রত্যেক টিকার নিরাপত্তা, কর্মক্ষমতা, ঝুঁকির বিষয়গুলি বিস্তারিত পর্যালোচনা করতে হবে। সেগুলি আশাপ্রদ থাকলে তবেই ছাড়পত্র দিতে হবে টিকাকে।’’

Advertisement

আরও পড়ুন: বিদায় ২০২০, জনশূন্য রাস্তায় নতুন বছরকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

আরও পড়ুন: নতুন স্ট্রেনের মধ্যেই অক্সফোর্ডের টিকা ব্যবহারে অনুমতি দিল ব্রিটেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন