বিমান ভেঙে মৃত ৭

বাবার অন্ত্যেষ্টিতে যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা গেলেন কানাডার প্রাক্তন পরিবহণ মন্ত্রী জাঁ ল্যাপিয়ের। বুধবার এই দুর্ঘটনায় ল্যাপিয়েরের স্ত্রী, দু’ভাই এবং বোন-সহ মৃতের সংখ্যা ৭।

Advertisement

সংবাদ সংস্থা

মন্ট্রিল শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ০২:৪১
Share:

বাবার অন্ত্যেষ্টিতে যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা গেলেন কানাডার প্রাক্তন পরিবহণ মন্ত্রী জাঁ ল্যাপিয়ের। বুধবার এই দুর্ঘটনায় ল্যাপিয়েরের স্ত্রী, দু’ভাই এবং বোন-সহ মৃতের সংখ্যা ৭। বেঁচে নেই চার্টার্ড বিমানটির চালকও। প্রবল তুষারঝড়ে পড়েই কানাডার কুইবেকের পূর্ব উপকূলের এক দ্বীপে ভেঙে পড়ে বিমানটি। জোড়া ইঞ্জিনের বিমানটি ল্যাপিয়েরের পরিবারকে নিয়ে সকালেই মন্ট্রিলের এসটি বিমানবন্দর থেকে রওনা দেয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়া উড়ানের পক্ষে উপযুক্ত ছিল না। ২০০৪-২০০৬ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী পল মার্টিনের মন্ত্রিসভার সদস্য ছিলেন ল্যাপিয়ের। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্টিনও। — সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন