জানালা দিয়ে দেখা যাচ্ছে ফাটা ইঞ্জিন। ছবি: এপি।
নিউ অর্লিয়ন্স থেকে অর্ল্যান্ডো যাওয়ার সময় শনিবার মাঝ আকাশে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন ফেটে যায়। সূত্রের খবর, বিপদ আঁচ করে ২৫ মিনিটের মধ্যে ৩০ হাজার ফুট থেকে বিমান নামিয়ে এনে ফ্লোরিডার পেন্সাকোলায় অবতরণ করেন পাইলট। বিমানের ১০৪ আরোহীই নিরাপদ রয়েছেন।