International news

হাইওয়ের উপরেই নামল বিমান, পাইলট গেলেন রাস্তার ধারে মাঠে!

গাড়ি চালানোর সময়, রাস্তাঘাটে মূত্রের বেগ আসা অস্বাভাবিক একেবারেই নয়। তা বলে এর জন্য হাইওয়ের উপর বিমানের এমারজেন্সি ল্যান্ডিং!

Advertisement

সংবাদ সংস্থা

আলাবামা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৬
Share:

রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে ওই বিমানটি। পাশে মাঠে পাইলট (ডান দিকে)। ছবি: টুইটারে পোস্ট হওয়া ভিডিয়ো থেকে নেওয়া।

হাইওয়ের উপর গাড়িগুলির পাশ কাটিয়ে দ্রুত বেগে এগিয়ে চলেছে একটি বিমান। কিছুদূর গিয়ে থামল। তারপর? ভিতর থেকে পাইলট বার হয়ে সোজা চলে গেলেন রাস্তার পাশে মাঠে। প্রকৃতির ডাক? হতেও পারে! ততক্ষণে আশেপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। গাড়ি চালানোর সময়, রাস্তাঘাটে মূত্রের বেগ আসা অস্বাভাবিক একেবারেই নয়। তা বলে এর জন্য হাইওয়ের উপর বিমানের এমারজেন্সি ল্যান্ডিং!

Advertisement

বিমানের পিছনের একটি গাড়ির যাত্রী ওই ভিডিয়ো টুইট করেন ২৩ ডিসেম্বর। তারপরই আমেরিকার আলাবামা হাইওয়ের এই ঘটনা ভাইরাল হয়ে যায়।

কী ঘটেছিল ওই দিন?

Advertisement

ওই দিন সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক দম্পতি। ইন্টারস্টেট ২০-র উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখেন তাঁদের গাড়ির সামনে একটি ছোট বিমান হাইওয়ের উপর দিয়েই এগিয়ে যাচ্ছে। অনেকগুলো গাড়িকে পাশ কাটিয়ে তীর বেগে চলেছে বিমানটি। এই ভাবে অনেকটা যাওয়ার পর হাইওযের এক পাশে দাঁড়িয়ে পড়ে। ওই দম্পতি চোখের সামনেই এই দৃশ্য ভিডিয়ো করছিলেন। বিমান দাঁড়িয়ে পড়লে তাঁরাও গাড়ি দাঁড় করিয়ে দেন। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, তারপর বিমানের ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে রাস্তার পাশে চলে যান। পাইলট মূত্রত্যাগ করবেন বলে হাইওয়ের উপর বিমান নামিয়েছেন এটা ভেবে প্রথমে ওই দম্পতি ভীষণ অবাক হয়েছিলেন। পরে অবশ্য জানা গিয়েছে, এমারজেন্সি ল্যান্ডিংয়ের প্রকৃত কারণ অন্য কিছু এবং তা গুরুতরও।

আরও পড়ুন: বেড়াতে গিয়ে হয়রানি? অ্যাপেই জানানো যাবে নালিশ

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটা ইঞ্জিনের ওই ছোট বিমানটি চালাচ্ছিলেন একজন ছাত্র। এটাই তাঁর প্রথম ফ্লাইট ছিল। বিমানে তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। আলাবামার তাল্লাডেগা মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে দু’জন ওই বিমান ওড়ান। ৪-৫ মাইল ভালভাবে ওড়ার পর ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। খুব তাড়াতাড়ি ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়। এর পরই অত্যন্ত দক্ষতার সঙ্গে আমেরিকার আলাবামার হাইওয়েতে বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করান ওই ছাত্র (যাঁকে ভিডিয়োয় দেখা গিয়েছে) হয়।

প্রকৃত কারণ জানার পর প্রত্যক্ষদর্শী ওই দম্পতির একজন ফ্রেডি কারমিকেইল টুইট করেন, ‘ভীষণ সুন্দর ভাবে ক্রিসমাসে জনবহুল হাইওয়ের উপর এমারজেন্সি ল্যান্ডিং করানো হয় বিমানটিকে। বিমানের ভিতরে থাকা দুই ব্যক্তির কাছ থেকে জানতে পারি ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। বিমানের জন্য কোনও গাড়ির ক্ষতি হয়নি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন