International News

আমেরিকায় নিজের ভাষা বলবেন না, ইংরেজি বলুন, পরামর্শ তেলুগু সংগঠনের

আমেরিকায় থাকাকালীন জনসমক্ষে তেলুগুতে কথা বলবেন না। নিজেদের ফেসবুক পেজে এমনই আবেদন রাখল প্রবাসী তেলুগুদের সংগঠন। যাঁরা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে আমেরিকায় থাকছেন, নিজেদের নিরাপত্তার স্বার্থেই জনসমক্ষে ইংরেজিতে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৬
Share:

শ্রীনিবাস কুচিভোটলার হত্যার প্রতিবাদে মিছিল আমেরিকায়। ছবি: রয়টার্স।

আমেরিকায় থাকাকালীন জনসমক্ষে তেলুগুতে কথা বলবেন না। নিজেদের ফেসবুক পেজে এমনই আবেদন রাখল প্রবাসী তেলুগুদের সংগঠন। যাঁরা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে আমেরিকায় থাকছেন, নিজেদের নিরাপত্তার স্বার্থেই জনসমক্ষে ইংরেজিতে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের। আমেরিকাবাসী তেলুগুদের একা একা জনহীন এলাকায় না যাওয়ার পরামর্শও দিয়েছে তেলঙ্গানা আমেরিকান তেলুগু অ্যাসোসিয়েশন (টাটা)।

Advertisement

হায়দরাবাদে শ্রীনিবাসের দেহ। ছবি: পিটিআই।

গত বুধবার কানসাসের ওলেথে খুন হয়ে গিয়েছেন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। তাঁর সহকর্মী অলোক মাদাসানিও জখম হয়েছেন। দু’জনেই তেলুগু। দু’জনেই তেলঙ্গানার। শ্রীনিবাসের বাড়ি হায়দরাবাদে, অলোকের বাড়ি বরঙ্গলে। শুধু তেলুগুরা নন, এই ঘটনায় আতঙ্কিত আমেরিকায় বসবাসকারী অন্যান্য ভারতীয় ভাষাগোষ্ঠীগুলিও। তবে দুই তেলুগুর আক্রান্ত হওয়ার ঘটনার পর তেলঙ্গানা আমেরিকান তেলুগু অ্যাসোসিয়েশন আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। সংগঠনের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘‘আমরা নিজেদের মাতৃভাষায় কথা বলতে খুবই ভালবাসি, কিন্তু মাঝেমধ্যে তাতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জনসমক্ষে কথা বলার সময় ইংরেজিতে কথা বলতে পারেন কি না দেখুন।’’

Advertisement

আরও পড়ুন: শ্রীনিবাস খুনে অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

আমেরিকাবাসী তেলুগুদের প্রতি সংগঠনটির পরামর্শ, কারও সঙ্গে জনসমক্ষে বিতর্কে জড়াবেন না। যদি বাগ-বিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়, তা হলে তৎক্ষণাৎ এলাকাটি ছেড়ে চলে যান। জনহীন এলাকা বা অচেনা এলাকা যতটা সম্ভব এড়িয়ে যেতে সংগঠনের সদস্যদের প্রতি আবেদন রাখা হয়েছে টাটার ফেসবুক পেজে। যদি ওই সব এলাকায় যেতেও হয়, তা হলে একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন