দু’দিনের সফরে রবিবার ইরানে পৌঁছলেন মোদী

অত্যন্ত কঠিন সময়েও বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের পাশেই থেকেছে ভারত। ইরানও ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলেছে। ইরানে পৌঁছে তাঁর দেওয়া সরকারি বিবৃতিতে এই কথা মনে করিয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘ওই সম্পর্ক আদৌ বদলাবে না। আগামী দিনে সেই সম্পর্ক বরং আরও জোরদার হয়ে উঠবে। আর সেই প্রত্যাশা নিয়েই আমি তেহরানে এসেছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৬ ২১:৫৮
Share:

অত্যন্ত কঠিন সময়েও বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের পাশেই থেকেছে ভারত। ইরানও ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলেছে। ইরানে পৌঁছে তাঁর দেওয়া সরকারি বিবৃতিতে এই কথা মনে করিয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘ওই সম্পর্ক আদৌ বদলাবে না। আগামী দিনে সেই সম্পর্ক বরং আরও জোরদার হয়ে উঠবে। আর সেই প্রত্যাশা নিয়েই আমি তেহরানে এসেছি।’’

Advertisement

দু’দিনের সফরে রবিবারই ইরানে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- ভারতকে ন্যাটো সদস্যের সমান মর্যাদা দিতে বিল আমেরিকায়, চাপে চিন

Advertisement

তেহরান বিমানবন্দরে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান ইরানের অর্থমন্ত্রী আলি তায়েবনিয়া। সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী সোজা চলে যান একটি স্থানীয় গুরুদ্বারে। সেখানে ইরানে থাকা শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর আলাপ-পরিচয় হয়। আগামী কালই ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। ইরানের রাষ্ট্রপতি হাসান রওহানির সঙ্গে সোমবার দুপুরে বেঠকে বসার কথা ভারতের প্রধানমন্ত্রীর। এই সফরে ইরান ও আফগানিস্তানের সঙ্গে ভারতের একটি ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার কথা। আফগানিস্তানের দক্ষিণে ওমান উপসাগরে ছাবার বন্দ নির্মাণের জন্য ওই চুক্তি হওয়ার কথা।

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেনির সঙ্গেও তাঁর দেখা করার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন