International News

অন্তর্বর্তী পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি

নওয়াজের ভাই পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষে এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না, তিনি পার্লামেন্টের নির্বাচিত সদস্য নন বলে। আর দেড় মাসের মধ্যেই হবে সেই উপনির্বাচন। ওই ৪৫ দিনের জন্যই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন আব্বাসি।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৮:৫০
Share:

শাহিদ আব্বাসি।

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শাহিদ খাকান আব্বাসি। সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ যত দিন না পার্লামেন্টের নির্বাচিত সদস্য হচ্ছেন, তত দিন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলাবেন আব্বাসি। শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সূত্রে শনিবার এ খবর জানা গিয়েছে। আব্বাসি শরিফ মন্ত্রিসভায় ছিলেন পেট্রোলিয়াম দফতরের দায়িত্বে।

Advertisement

নওয়াজের ভাই পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষে এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না, তিনি পার্লামেন্টের নির্বাচিত সদস্য নন বলে। আর দেড় মাসের মধ্যেই হবে সেই উপনির্বাচন। ওই ৪৫ দিনের জন্যই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন আব্বাসি।

আরও পড়ুন- আজ পর্যন্ত কোনও পাক প্রধানমন্ত্রী পুরো মেয়াদ থাকেননি

Advertisement

নতুন মন্ত্রিসভায় আর যাঁরা আসতে পারেন বলে কানাঘুযো চলছে, তাঁদের মধ্যে রয়েছেন চৌধুরী নিসার আলি খান, আহসান ইকবাল, সাদ রফিক ও রানা তনভীর।

পানামা কাণ্ডে জড়িত থাকার দায়ে শুক্রবার নওয়াজ শরিফকে বরখাস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন