International News

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলায় মৃত ৫৮, অসুস্থ বহু

বিমান থেকে বিষাক্ত গ্যাস হামলায় সিরিয়ার ইদলিব প্রদেশের খান সেখুন শহরে মৃত্যু হয়েছে ৫৮ জনের। বহু মানুষ শ্বাসকষ্টে ভুগছে। মঙ্গলবার এ কথা জানিয়েছে সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৯:৫২
Share:

বিষাক্ত গ্য়াস হামলায় অসুস্থ। ছবি: সংগৃহীত।

বিমান থেকে বিষাক্ত গ্যাস হামলায় সিরিয়ার ইদলিব প্রদেশের খান সেখুন শহরে মৃত্যু হয়েছে ৫৮ জনের। বহু মানুষ শ্বাসকষ্টে ভুগছে। মঙ্গলবার এ কথা জানিয়েছে সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস।

Advertisement

ব্রিটেনের যে পর্যবেক্ষক দল ওখানে রয়েছে, তাঁরা জানিয়েছেন, কী ধরনের গ্যাস তা এখনও চিহ্নিত করা যায়নি। হামলাকারী বিমান রাশিয়ার না সিরিয়া সরকারের সে বিষয়টাও স্পষ্ট নয় বলে দলটি জানিয়েছে।

আরও পড়ুন: বাগদাদিকে বাঁচাতে ১৭টি গাড়িবোমা ব্যবহার করে আইএস

Advertisement

ইদলিব প্রদেশের বেশির ভাগটাই ইসলামিক স্টেট ও আল-কায়েদার শাখা ফতেহ আল সাম-এর দখলে। এই অঞ্চলটি জঙ্গিদের দখলমুক্ত করতে প্রায় দিনই রাশিয়া ও সিরিয়ার বোমারু বিমান হামলা চালায়।

প্রশ্ন উঠেছে বিষাক্ত গ্যাসের হামলা চালাল কে? এ দিনের হামলার দু’দিন আগেই হামা প্রদেশে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ উঠেছিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগামী বাহিনীর বিরুদ্ধে। তা হলে এ দিনের হামলার পিছনেও কি রয়েছে আসাদের বাহিনী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement