Pakistan Murder

পাকিস্তানে ফের হত্যা! লশকর জঙ্গির পর এ বার প্রকাশ্যে গুলি রাজনৈতিক নেতাকে

পাকিস্তানের ধর্মীয় মৌলবাদী রাজনৈতিক দল জেইউআই। তার নেতা মুফতি আব্দুল বাকি নুরজ়াইকে বালোচিস্তানের কোয়েটা বিমানবন্দরের কাছে রবিবার রাতে গুলি করে খুন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৯:১৪
Share:

পাকিস্তানে নিহত জামিয়াত উলেমা-ই-ইসলাম নেতা মুফতি আব্দুল বাকি নুরজ়াই। ছবি: সংগৃহীত।

হাফিজ় সইদ ঘনিষ্ঠ লশকর জঙ্গি আবু কাতালের পর এ বার পাকিস্তানে খুন হলেন রাজনৈতিক নেতা। জামিয়াত উলেমা-ই-ইসলামের (জেইউআই) বর্ষীয়ান নেতা মুফতি আব্দুল বাকি নুরজ়াইকে বালোচিস্তানের কোয়েটা বিমানবন্দরের কাছে রবিবার রাতে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখনও তাঁদের চিহ্নিত করা যায়নি।

Advertisement

পাকিস্তানের ধর্মীয় মৌলবাদী রাজনৈতিক দল জেইউআই। তার নেতা মুফতি রবিবার রাতে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এয়ারপোর্ট রোডে প্রকাশ্যেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। একাধিক রাউন্ড গুলি চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোয়েটার পুলিশ। তারা গুলিবিদ্ধ অবস্থায় মুফতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। কে বা কারা এই খুনের নেপথ্যে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাক নিরাপত্তাবাহিনী তদন্ত শুরু করেছে। রাজনৈতিক শত্রুতার জেরেই কি খুন হলেন মুফতি? না এই হত্যাকাণ্ডের নেপথ্যে সন্ত্রাসবাদী কোনও ছক রয়েছে? সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

গত কয়েক দিন ধরে বার বার শিরোনামে উঠে এসেছে বালোচিস্তান। কিছু দিন আগে এই অংশের বিদ্রোহীরা ৪৪০ জন যাত্রী-সহ জাফর এক্সপ্রেস অপহরণ করে নিয়েছিলেন। তাঁদের হাতে অনেকের প্রাণ গিয়েছে। পাক সেনা অবশ্য দাবি করেছে, ৩৩ জন বালোচ বিদ্রোহীই তাঁদের হাতে নিহত। পরে বালোচ বিদ্রোহীরা সেই দাবি উড়িয়ে দেন। তাঁরা পাল্টা জানান, তাঁদের দেওয়া সময়সীমা না-মানায় ২১৪ জন পণবন্দিকে তাঁরা হত্যা করেছেন। মোট মৃত্যুর সংখ্যা নিয়ে তাই ধন্দ থেকে গিয়েছে। এর মাঝেই রবিবার ফের হামলা হয় বালোচ প্রদেশে। কোয়েটা থেকে টাফটানের দিকে যাচ্ছিল পাক সেনার একটি কনভয়। সন্ত্রাসবাদী হামলায় সেখানে সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম অন্তত ২১ জন। বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, ৯০ জন পাক সেনা হামলায় নিহত হয়েছেন।

Advertisement

রবিবার পাকিস্তানে খুন হয়েছেন লশকর-এ-ত্যায়বা জঙ্গি আবু কাতাল। তিনি ভারতে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিলেন। রাতে কেউ বা কারা তাঁকে গুলি করে খুন করেন। নিহত হন তাঁর গাড়ির চালকও। জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলার মাথা ছিলেন এই কাতাল। ২০২৩ সালে রাজৌরি হামলার ঘটনায় ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) চার্জশিটেও তাঁর নাম রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement